ছাত্রকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূল নেত্রীর স্বামীর বিরুদ্ধে
মঙ্গলবার রাতের ঝড়বৃষ্টিতে বাসুদেবপুরের বাসিন্দা অরূপ পাত্রের বাড়িতে বিদ্যুতের তার ছিড়ে পড়ে।
নিজস্ব প্রতিবেদন: দশম শ্রেণির এক ছাত্রকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের বালিগোড়ি ১ নম্বর পঞ্চায়েতের বাসুদেবপুর গ্রামে।
মঙ্গলবার রাতের ঝড়বৃষ্টিতে বাসুদেবপুরের বাসিন্দা অরূপ পাত্রের বাড়িতে বিদ্যুতের তার ছিড়ে পড়ে। বিদ্যুত্ দফতরে ফোন করে যোগাযোগ করার চেষ্টা করেন তিনি। কিন্তু ফোনে না পাওয়ায় নিজেই বিদ্যুত দফতরে যান। বিপদের আশঙ্কায় নিজে গিয়েই বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে তালা দিয়ে দেন তিনি।
প্রথম দফা নির্বাচনের আগে আলিপুরদুয়ার, কোচবিহারে আঁটোসাঁটো নিরাপত্তা
তালা দেখে ক্ষেপে যান পঞ্চায়েত সদস্যের স্বামী রাজেশ দাস ও দেওর বিশ্বজিত্ দাস। তাঁরা অরূপ পাত্রের বাড়িতে গিয়ে মারধর শুরু করেন। বাবাকে মার খেতে দেখেন এগিয়ে আসে অরূপের ছেলে সৌরভ। অভিযোগ, তাকেও বেধড়ক মারধর করা হয়। ঘটনাস্থলেই অচৈতন্য হয়ে পড়ে সে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। তারকেশ্বর থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। তদন্তে নেমেছে পুলিশ।