বোমাবাজি, ভাঙচুর, মারধর! গণনা এগোতেই জেলায় জেলায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ
বোমাবাজির ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। পার্টি অফিস দখল করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।
নিজস্ব প্রতিবেদন : প্রত্যাশিত ছিল। বুথ ফেরত সমীক্ষাও ইঙ্গিত দিয়েছিল। তবে ঝড় যে এতটা উঠবে, তা বোধহয় অনেকেই ভাবেননি। সব হিসেব গোলমাল হয়ে গেল গণনা যত এগোল। বৃহস্পতিবার ভোগ গণনা শুরু হতেই দেখা যায়, রাজ্যে কার্যত সব আসনেই তৃণমূলকে টেক্কা দিচ্ছে বিজেপি। একবার তৃণমূল প্রার্থী এগোন তো, পরক্ষণেই তাঁকে পিছনে ফেলে দেন বিজেপি প্রার্থী। দুই ফুলে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। ইতিমধ্যেই রাজ্যে ১৫টির বেশি লোকসভা আসনে জয় নিশ্চিত করে ফেলেছে বিজেপি। সেখানে ২০১৪-র তুলনায় অনেকখানি কমছে বিজেপির আসন সংখ্যা। এদিকে ভোটের ফলাফলে রাজ্যে বিজেপির ব্যাপক জয় সূচিত হতেই বিভিন্ন জায়গায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তেজনা ছড়াল।
রানাঘাট-
রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জগন্নাথ জয়ী হওয়ার পরই বগুলাতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। বিজেপি সমর্থককে বন্দুকের বাঁট দিয়ে মারার অভিযোগ উঠেছে তৃণমূলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় কৃষ্ণনগরে হাসপাতালে ভর্তি বিজেপি সমর্থক কানু বিশ্বাস।
কোচবিহার-
কোচবিহারের তুফানগঞ্জে বোমাবাজির অভিযোগ উঠেছে। তুফানগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডে বোমাবাজি হয় বলে অভিযোগ। বোমার আঘাতে জখম হয়েছেন ২ ব্যক্তি। জানা গিয়েছে, মোট ৪টি বোমা উদ্ধার হয়েছে। বোমাবাজির ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। উদ্ধার হয়েছে বোমা তৈরির সরঞ্জাম। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিস। অন্যদিকে ফুলবাড়িতে তৃণমূলের পার্টি অফিস দখল করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে নেমেছে কেন্দ্রীয় বাহিনী ।
আউশগ্রাম-
ভোট গণনা শেষ হওয়ার আগেই উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের আউশগ্রামে। আউশগ্রামের তকিপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। অভিযোগ, ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ভাঙচুরের পিছনে রয়েছেন বিজেপি কর্মী-সমর্থকরা।
বর্ধমান-দুর্গাপুর-
বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের গণনাকেন্দ্রের সামনে সংঘর্ষে জড়াল বিজেপি ও তৃণমূলের কর্মী সমর্থকরা। দু' দলের কর্মী, সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে। চরম উত্তেজনা ছড়িয়েছে গণনাকেন্দ্রের সামনে। আরও পড়ুন, ব্যবধান বাড়তেই ইভিএম কারচুপির অভিযোগ তুলে গণনাকেন্দ্র ছাড়লেন তৃণমূল প্রার্থী
হাওড়া-
শিবপুরে আবার তৃণমূল-বিজেপি নয়, বিজেপিতে ভোট দেওয়ার অভিযোগে নিজেদের মধ্যেই হাতাহাতিতে জড়ালেন তৃণমূল কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় শিবপুর আইআইইএসটি গণনাকেন্দ্রের বাইরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিস। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিস ও কেন্দ্রীয় বাহিনী।
বোলপুর-
ভোট মিটতে না মিটতেই অশান্তি শুরু বীরভূমে। বোলপুর কেন্দ্রে জয়ী তৃণমূলের অসিত মাল। দলীয় প্রার্থী জয়ের দিকে এগোতেই কীর্ণাহারে আবির খেলতে শুরু করেন তৃণমূল কর্মীরা। অভিযোগ, সেইসময়ই মারধর করা হয় বিজেপি কর্মীদের। মেরে এক বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ৷ আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
ঘাটাল-
ভোট গণনা প্রক্রিয়া চলাকালীনই উত্তপ্ত হয়ে উঠল ঘাটাল। অভিযোগ, এদিন বিকালে ঘাটাল থেকে বালিডাঙায় বাড়ি ফেরার পথে আক্রান্ত হন তৃণমূল কর্মীরা। বালিডাঙায় বিজেপি কার্যালয়ের কাছে আসতেই বিজেপি কর্মী, সমর্থকরা তাঁদের উপর চড়াও হন বলে অভিযোগ। ব্যাপক মারধর করা হয় তাঁদের। মারের চোটে আহত হয়েছেন ৩ তৃণমূল কর্মী। গুরুতর জখম অবস্থায় তিনজনই বর্তমানে ঘাটাল হাসপাতালে ভর্তি।