ইভিএম নিয়ে শোরগোলের আড়ালে গণনা কেন্দ্রের বাইরে লোক জড়ো করেছে তৃণমূল: বিজেপি
রাজ্যে ও দিল্লিতে কন্ট্রোল রুম খোলা হচ্ছে বলেও জানিয়েছেন বিজেপি নেতা।
নিজস্ব প্রতিবেদন: গণনাকেন্দ্রে বাইরে শয়ে শয়ে কর্মীদের জড়ো করে বিশৃঙ্খলা সৃষ্টির মতলব এঁটেছেন তৃণমূল নেত্রী। বুধবার বিজেপির রাজ্য দফতরে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করলেন জয়প্রকাশ মজুমদার। তাঁর দাবি, ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থায় মোতায়েন রাখতে হবে কেন্দ্রীয় বাহিনী। রাজ্য পুলিসের হাতে বাইরের নিরাপত্তা ছাড়া যাবে না।
জয়প্রকাশ মজুমদারের কথায়,''বিবেক দুবের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। পশ্চিমবঙ্গের গণনা নিয়ে আমরা চিন্তিত। পশ্চিমবঙ্গ তো পশ্চিমবঙ্গই। পশ্চিমবঙ্গের সীমানায় এসে অবরুদ্ধ হয়ে গিয়েছে ভারতের গণতন্ত্র। গণনাকেন্দ্রের বাইরে শয়ে শয়ে তৃণমূল কর্মীরা বসে পড়েছেন। বলছেন, নেত্রীর নির্দেশ রয়েছে। কে বলেছে তৃণমূল বাহিনীর সাহায্য নিতে হবে? গণনাকেন্দ্রের দায়িত্ব কী তৃণমূলের? এটা অশনিসংকেত। তৃণমূলের বাহিনীর হাতে ইভিএমের নিরাপত্তা ছেড়ে দিতে চাইছেন!''
জয়প্রকাশের অভিযোগ, গণনা কেন্দ্রগুলিতে বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা চলছে। এক্সিট পোল বলছে, তৃণমূলের ভরাডুবি হচ্ছে। গণনাকেন্দ্রের বাইরে লোক রেখে তারা কী করতে চাইছে জানি না! শাসক দল পিছিয়ে পড়লেই গণনা ভণ্ডুল করে দেওয়ার ছক কষেছে। শয়ে শয়ে লোকের ভিড় জমানো হচ্ছে। পরিষ্কার বলছি, দুরভিসন্ধি রয়েছে তৃণমূলের।
গণনাকেন্দ্রের ভিতরে নিরাপত্তার দায়িত্বে থাকবে আধা সেনা। বাইরেও নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে কমিশনে দাবি করেছে বিজেপি নেতৃত্ব। জয়প্রকাশের কথায়,''গণনা কেন্দ্রগুলির মধ্যে ৮৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। নিশ্চিদ্র প্রহরা থাকবে। কমিশনকে বলেছি, ২০০ কোম্পানি দিয়ে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করুন''। একইসঙ্গে রাজ্যে ও দিল্লিতে কন্ট্রোল রুম খোলা হচ্ছে বলেও জানিয়েছেন বিজেপি নেতা।
প্রসঙ্গত, প্রতিটি বুথ ফেরত সমীক্ষাতেই প্রবলভাবে মোদীর ফিরে আসার ইঙ্গিত দিয়েছে। তারপরই মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ভুয়ো এক্সিট পোল ছড়িয়ে বিরোধীদের মনোবল ভাঙতে চাইছে মোদী সরকার। ইভিএম বদলে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছে। এরপরই দলীয় কর্মীদের গণনাকেন্দ্রের বাইরে পাহারা দেওয়ার নির্দেশ দেন মমতা। দলনেত্রীর নির্দেশমতো গণনাকেন্দ্রের বাইরে রাত জাগা শুরু করে দিয়েছেন তৃণমূল কর্মীরা।
আরও পড়ুন- সভা করতে দেন না মমতা, সেই বাংলায় ইভিএম বদলাবে বিজেপি: কৈলাস