কথা রাখেননি কৈলাস, বিজেপিকে ভোট না দেওয়ার ঘোষণা বাংলার গোপালকদের

কৈলাস বিজয়বর্গীয় প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন বলে অভিযোগ ঘোষ ও গাভী কল্যাণ সম্প্রদায়ের। 

Updated By: Mar 31, 2019, 04:29 PM IST
কথা রাখেননি কৈলাস, বিজেপিকে ভোট না দেওয়ার ঘোষণা বাংলার গোপালকদের

নিজস্ব প্রতিবেদন: পশ্চিমবঙ্গে বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ  তুলে সরব হল ঘোষ সম্প্রদায়ের সংগঠন।  ঘোষ ও গাভী কল্যাণ সম্প্রদায়ের রাজ্য সভাপতি বাপ্পাদিত্য ঘোষের দাবি, প্রতিশ্রুতি রাখেননি বিজেপির সাধারণ সম্পাদক।  
   
রবিবার বর্ধমান জেলা পরিষদ হলে সাংবাদিক বৈঠকে বাপ্পাদিত্য ঘোষ ইঙ্গিতে দেন, আসন্ন লোকসভা ভোটে ঘোষ সম্প্রদায়ের লোকজন বিজেপির পাশে থাকবেন না। একইসঙ্গে শাসকদলের দিকে ঝোঁকার ইঙ্গিতও দেন বাপ্পাদিত্য। 

গত জানুয়ারি মাসে প্রবল ঠান্ডায় বর্ধমানের কার্জনগেটের পাশে আমরণ অনশনে বসেন বাপ্পাদিত্য-সহ সংগঠনের প্রতিনিধিরা। এর আগে ঘোষ ও গোয়ালাদের নানা দাবি নিয়ে আন্দোলন করে সংগঠনটি।  অনশনকারীদের দাবি মেনে সুরাহার আশ্বাস দেন কৈলাস বিজয়বর্গীয়। মধ্যরাতে তাঁর প্রতিশ্রুতি পেয়ে অনশনভঙ্গ করেন আন্দোলনকারীরা। 

রবিবার তাঁরা দাবি করেন, কৈলাস-সহ বিজেপি নেতৃত্ব কোনও কথাই রাখেননি। রাজ্যে তাঁরা একজন লোকসভা প্রার্থী চেয়েছিলেন। তাও মেনে নেয়নি বিজেপি। এতে হতাশ সংগঠনের নেতৃত্বরা। শাসক দলের নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন তাঁরা। 

আরও পড়ুন- পোশাকেও মোদীকে টেক্কা, 'মমতা শাড়ি'-তে ফ্রেমবন্দি তৃণমূল কাউন্সিলর

.