২১ মে মাধ্যমিক ২০১৯-এর ফলপ্রকাশ, ২ জুনের ভিতর উচ্চমাধ্যমিকের রেজাল্ট
সকাল ১০টা থেকে ওয়েবসাইটে জানা যাবে ফল।
Updated By: May 8, 2019, 05:49 PM IST
নিজস্ব প্রতিবেদন : মাধ্যমিকের ফল ঘোষণা ২১ মে। ভোটের ফল ঘোষণার দুদিন আগেই বেরচ্ছে মাধ্যমিকের রেজাল্ট। সকাল ৯টায় সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করবেন পর্ষদ সভাপতি। তারপর সকাল ১০টা থেকে পর্ষদের ওয়েবসাইটে জানা যাবে ফল।
এবছর ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ২২ ফেব্রুয়ারি। পরীক্ষা শুরু ৮৮ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ হচ্ছে। ওই দিনই মার্কশিট হাতে পেয়ে যাবে পড়ুয়ারা। ওয়েবসাইট ছাড়াও এসএমএস করে ফল জানা যাবে। এরপর ২ জুনের মধ্যেই উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে।