Malda: ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ! সিপিআইএম-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত মালদা

সিপিএমের পঞ্চায়েত সদস্য ও তার ছেলে এবং এক কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কর্মী এবং তার পরিবারের লোকেদের বিরুদ্ধে। পাল্টা সিপিএমের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছে তৃণমূল।

Updated By: Mar 3, 2024, 11:54 AM IST
Malda: ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ! সিপিআইএম-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত মালদা
নিজস্ব চিত্র

রণজয় সিংহ: সিপিএম এবং তৃণমূলের সংঘর্ষে উত্তেজনা। ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে বিবাদ। কাজ না করেই টাকা প্রাপকদের তালিকায় নাম রয়েছে তৃণমূল কর্মীদের।

তালিকা হাতে নিয়ে চায়ের দোকানে বসে এমনটাই অভিযোগ করেন সিপিএমের পঞ্চায়েত সদস্য। সেই অভিযোগ শুনেই বেজায় চটে যান তৃণমূল কর্মীরা। তারপরেই বাকবিতন্ডা থেকে হাতাহাতি।

সিপিএমের পঞ্চায়েত সদস্য ও তার ছেলে এবং এক কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কর্মী এবং তার পরিবারের লোকেদের বিরুদ্ধে। পাল্টা সিপিএমের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছে তৃণমূল।

আরও পড়ুন: Sisir Adhikari: বিজেপি-র প্রার্থী তালিকায় সৌমেন্দু অধিকারী, এবার বিস্ফোরক শিশির অধিকারী

এই ঘটনায় দুই পক্ষের আহত মোট পাঁচ জন। মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের রামপুরের ঘটনা। সিপিএমে-এর স্থানীয় পঞ্চায়েত সদস্য লতিপুর রহমানের অভিযোগ, তৃণমূল কর্মী আলফাজ হোসেন এবং তার পরিবারের লোকেরা ১০০ দিনের কাজ করেননি। কিন্তু টাকা প্রাপকদের তালিকায় তাদের নাম রয়েছে।

সেই ঘটনার বিষয়ে শনিবার রাত নটায় তিনি চায়ের দোকানে আলোচনা করছিলেন। সেই সময় আলফাজ হোসেনের পরিবারের লোকেরা চড়াও হয় তার উপর এমনটাই অভিযোগ। তাঁকে, তাঁর ছেলে মিজানুর রহমান এবং এক কর্মী শেখ আলমকেও মারধর করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুন: Basanti: খেতে ব্যাস্ত সমর্থকরা! সাংসদের বক্তব্যের মাঝেই ফাঁকা হয়ে গেল চেয়ার

তিনজনেই হরিশ্চন্দ্রপুর গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন। মারধরের অভিযোগ অস্বীকার করে তৃণমূল কর্মী আলফাজ হোসেনের পাল্টা দাবি সিপিএম-এর পঞ্চায়েত সদস্য লতিপুর রহমানের সঙ্গে তার অনুগামীরা মিলে তাঁর পরিবারের দুই সদস্য আলাউদ্দিন এবং মহিদুলকে মারধর করেছে। তারা ১০০ দিনের কাজ করেছিল বলেই তালিকাতে নাম রয়েছে।

ব্লক থেকে সেটা ভেরিফিকেশন হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিস বাহিনী। দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। উত্তেজনা রয়েছে এলাকায়।

এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জব কার্ডে দুর্নীতি নিয়ে তৃণমূলকে নিয়ে নিশানা সিপিএম-এর। পাল্টা সাফাই তৃণমূলের।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.