Malda Dacoity: ভরদুপুরে পেট্রল পাম্পে দুঃসাহসিক ডাকাতি, CCTV ক্যামেরাবন্দি 'হাড়হিম' করা ছবি
পেট্রল পাম্পে আজ হঠাৎই ৩ জন সশস্ত্র দুষ্কৃতী প্রবেশ করে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে পাম্পের টাকা-পয়সা লুট করে (Dacoity)।
![Malda Dacoity: ভরদুপুরে পেট্রল পাম্পে দুঃসাহসিক ডাকাতি, CCTV ক্যামেরাবন্দি 'হাড়হিম' করা ছবি Malda Dacoity: ভরদুপুরে পেট্রল পাম্পে দুঃসাহসিক ডাকাতি, CCTV ক্যামেরাবন্দি 'হাড়হিম' করা ছবি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/04/01/370485-dacoity.jpg)
নিজস্ব প্রতিবেদন: ভরদুপুরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে পেট্রল পাম্পে (Petrol Pump) দুঃসাহসিক ডাকাতি (Dacoity)। ডাকাতির ঘটনাটি ঘটেছে মালদার (Malda) হরিশ্চন্দ্রপুরে।
হরিশ্চন্দ্রপুর থানার কাপাইচণ্ডী এলাকায় একটি পেট্রল পাম্পে আজ হঠাৎই ৩ জন সশস্ত্র দুষ্কৃতী প্রবেশ করে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে পাম্পের টাকা-পয়সা লুট করে (Dacoity)। তারপর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। গোটা ঘটনা পেট্রল পাম্পে থাকা সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়েছে। পালানোর সময় স্থানীয়দের উদ্দেশ্যে ৪ রাউন্ড গুলি ছোঁড়ারও অভিযোগ উঠেছে ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে।
জানা গিয়েছে, ওই কাপাইচণ্ডী পাম্পের মালিক বিনোদ গুপ্তা। তিনি তুলসিহাটার বাসিন্দা। ভর-দুপুরে দুষ্কৃতীদের এমন হামলার ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিসবাহিনী। সম্প্রতি হরিশ্চন্দ্রপুর এলাকায় একটি লাইসেন্স প্রাপ্ত মদের দোকানেও লুঠপাট চালান দুষ্কৃতীরা। সেই লুঠপাটের ঘটনার এখনও কিনারা করতে পারেনি পুলিস।
আরও পড়ুন, শিশুকে উল্টো করে ঝুলিয়ে লাথি, রুটির বেলুনি দিয়ে মার, ভাইরাল মালদার যুবকের অত্যাচার
Sex Worker Arrest: ব্যবসায়ীকে শারীরিক প্রলোভন দেখিয়ে 'কাজ হাসিল', গ্রেফতার ২ যৌনকর্মী
Dumdum: 'অভাবে' ভাড়া দিতে না পেরেও ছাদে বোগেনবেলিয়ার বাগান! ঘনীভূত মা-ছেলের মৃত্যুরহস্য
Snake Bite Death: মনসা পালা গানের মধ্যেই কেউটের ছোবল, ৩ ঘণ্টাতেই 'চরম পরিণতি' গাইয়ের
স্বামীকে সন্দেহ স্ত্রীর, চরম মাশুল দিল ৭ বছরের খুদে, মেয়ের সঙ্গেই একই দড়িতে আত্মঘাতী বাবা