ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দিয়ে বিতর্কে গাজোলের প্রাক্তন তৃণমূল বিধায়ক
এই নিয়ে অভিযুক্ত বিধায়ক সুশীল রায়কে প্রশ্ন করলে তিনি বলেন, ''ভিত্তিহীন অভিযোগ। বদনাম করার ষড়যন্ত্র চলছে।''
নিজস্ব প্রতিবেদন: জমি সংক্রান্ত বিবাদের জের। এক ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দিয়ে বিতর্কে মালদার গাজোলের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুশীল রায়। ব্যবসায়ীর সন্তানদের অপহরণেরও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মালদার গাজোলের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুশীল রায় ও তাঁর ছেলের বিরুদ্ধে। আতঙ্কে ওই ব্যবসায়ী বাড়ি ছেড়ে মালদা শহরে আশ্রয় নিয়েছেন।গাজোল থানায় অভিযোগ জানালেও পুলিস কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ।
অসিত সাহা নামে ওই ব্যবসায়ীর বাড়ি মালদার গাজোলে। তাঁর অভিযোগ, তাঁর বাড়ির পিছনে একটি জলাশয় ভরাট করছে বেশ কিছু ব্যক্তি। তিনি তার প্রতিবাদ করেছিলেন। আর এরপর থেকেই তাঁকে লাগাতার হুমকি দিতে থাকেন গাজোলের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুশীল রায়।
অভিযোগ, তিনদিন আগে তাঁকে ফোন করে, এসএমএস করে প্রাণনাশের হুমকি দেন সুশীল রায় ও তার ছেলে ছোটন রায়। গাজোল থানায় অভিযোগ জানালেও কোন ব্যবস্থা নেয়নি পুলিস। আতঙ্কে তিনি বাড়িঘর ছেড়ে মালদা শহরে আশ্রয় নিয়েছেন।
এই নিয়ে অভিযুক্ত বিধায়ক সুশীল রায়কে প্রশ্ন করলে তিনি বলেন, ''ভিত্তিহীন অভিযোগ। বদনাম করার ষড়যন্ত্র চলছে।''