লুঠ হওয়া টাকা আম জনতার ওপর চাপ দিয়ে আদায় করা হচ্ছে: মমতা
ব্যাঙ্ক থেকে আমজনতার টাকা লুঠ হয়ে যাচ্ছে। বিভিন্ন প্রকল্পে সুদ কমছে। মানুষকে এর হিসেব দিতে হবে। মালদহের সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী।
নিজস্ব প্রতিবেদন: ব্যাঙ্ক থেকে আমজনতার টাকা লুঠ হয়ে যাচ্ছে। বিভিন্ন প্রকল্পে সুদ কমছে। মানুষকে এর হিসেব দিতে হবে। মালদহের সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন, ‘জনগণের টাকা লুঠ করছে কিছু লোক। কিছু কিছু লোক টাকা মেরে চলে গেছে। লুঠ হওয়া টাকা সাধারণ মানুষের ওপর চাপ দিয়ে আদায় করা হচ্ছে।‘ তিনি আরও বলেন, ‘ব্যাঙ্কের টাকা নিয়ে অনেকে ফেরার হয়ে যাচ্ছেন। ব্যাঙ্ক থেকে ঋণ পাচ্ছেন না কৃষকরা। দেনার দায়ে আত্মহত্যা করছেন অনেক কৃষক।‘
আরও পড়ুন: নজরে ১০০ ভরি, জমিদার বাড়ির মেয়ে ভারতীর লকারে তল্লাশি সিআইডি-র
মমতার কটাক্ষ, ‘ব্যাঙ্কে টাকা রেখে নিরাপত্তা কোথায়? গরুর নিরাপত্তা রয়েছে, মানুষের নেই।‘
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন হুঁশিয়ারি দেন, হিসেব দিতে না পারলে, জনতার প্রশ্নের মুখোমুখি হতে হবে মোদী সরকারকে।
আরও পড়ুন: ট্রাক্টরের পিছনে পুলিসের গাড়ির ধাক্কা, মৃত ১, জখম ৫
অন্যদিকে, কন্যাশ্রী প্রকল্পে বরাদ্দ বাড়ানোর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে আগামী এপ্রিল মাস থেকে বিশ্ববিদ্যালয় স্তরেও কন্যাশ্রীর আওতায় আর্থিক সাহায্য পাবেন ছাত্রীরা। উচ্চশিক্ষার জন্য বিবেকানন্দ স্কলারশিপের কথাও বলেন মুখ্যমন্ত্রী।