Mamata Banerjee on I.N.D.I.A. Bloc: জোটে জল! তাপসী মালিকের খুনি সিপিআইএম-এর সঙ্গে ঘর নয়: মমতা

কংগ্রেসকেও ফের বসন্তের কোকিল কটাক্ষ মমতার। তোপ দাগলেন, সিপিআইএম-কংগ্রেসের জোট হয়েছে বিজেপিকে সাহায্য করার জন্য।

Updated By: Feb 1, 2024, 02:05 PM IST
Mamata Banerjee on I.N.D.I.A. Bloc:  জোটে জল! তাপসী মালিকের খুনি সিপিআইএম-এর সঙ্গে ঘর নয়: মমতা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তাপসী মালিকের 'খুনি' সিপিআইএম-এর সঙ্গে কোনও জোট নয়। শান্তিপুর স্টেডিয়াম মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে সাফ বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। জোটে জল ঢেলে তৃণমূল নেত্রী এদিন বলেন, "বাংলা থেকেই দিল্লি দখল করব। ভোটের পর আঞ্চলিক দলগুলি মিলে সরকার করব। কিন্তু যে সিপিআইএম এত অত্যাচার করেছে তার সঙ্গে যাব না। সিঙ্গুরে ওরা তাপসী মালিকের মতো তফসিলি মেয়েকে পুড়িয়ে মেরেছিল।"

মমতা এদিন বলেন, "যে সিপিআইএম লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে। নাপিত বয়কট করেছে। ঘর বয়কট করেছে। মুণ্ডু কেটে ভাসিয়ে দিয়েছে জলে। সিঙ্গুরে তফশিলি মেয়ে তাপসী মালিককে পুড়িয়ে হত্যা করেছে। নন্দীগ্রামে একটার পর একটা মানুষকে খুন করে হলদি নদীর জলে ভাসিয়ে দিয়েছে। আমি তার সাথে কখনও ঘর করতে রাজি নই। গুলি চালিয়েছিল। কত মানুষ মারা গিয়েছিল!" পাশাপাশি কংগ্রেসকে কটাক্ষ করে আরও বলেন, "নির্বাচনের বছরে আসবে, বসন্তের কুহু কুহু করে ডাকবে, তারপর আবার পালিয়ে যাবে। বাংলায় আমরা একা লড়ব। আমি জোট চেয়েছিলাম, কংগ্রেস করেনি। বাংলায় সিপিআইএম-কংগ্রেস জোট হয়েছে। সিপিআইএম-কংগ্রেসের জোট হয়েছে বিজেপিকে সাহায্য করার জন্য। আমি সিপিআইএম, কংগ্রেস, বিজেপি করি না, আমি মা-মাটি-মানুষ করি।" মালদার পর নদিয়ার শান্তিপুরের সভা থেকেও ফের একলা চলার বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। 

প্রসঙ্গত, বুধবার মালদার সভাতেও একলা লড়ার বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। মুখ্যমন্ত্রী গতকাল বলেন, "অনেক দল আছে, যারা ভোটের সময় কুহু কুহু করে আসে। আমরা একাই লড়ব। বিজেপিকে ভারতে যদি কেউ হারাতে পারে, তো সেটা তৃণমূল-ই পারবে। বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে তৃণমূল।" একইসঙ্গে ইন্ডিয়া জোট ভাঙার দায় সিপিআইএম-এর ঘাড়েও চাপান তৃণমূল নেত্রী। কংগ্রেসের সঙ্গে জোট ভাঙার জন্য বামেদের দায়ি করেন মমতা। তৃণমূল নেত্রী বলেন, "আমাকে সিপিআইএম অনেক মেরেছে। মাথা থেকে পা পর্যন্ত মেরেছিল। ওদের ক্ষমা করব না। আর সিপিআইএম-এর সঙ্গে যারা ঘর করে, আমি তাদের ক্ষমা করি না। কংগ্রেসকে বললাম, ২টো সিট দিচ্ছি। বলল, না অনেক সিট চাই। বললাম, একটাও দেব না। তুমি আগে সিপিআইএমের সঙ্গ ছাড়ো।"

জোট প্রসঙ্গে মমতা বলেন, "আমি কংগ্রেসকে বললাম, তোমাদের কোনও বিধায়ক নেই, আমি মালদায় ২টো আসন দিচ্ছি। আমরা-ই জিতিয়ে দেব। কিন্তু ওরা বলল, না। আমাদের অনেক চাই। আমি বললাম, একটাও দেব না। তুমি আগে সিপিআইএমের সঙ্গ ছাড়ো।" তৃণমূল নেত্রী ইন্ডিয়া জোটে আগেই সিপিআইএমের 'দাদাগিরি' করার অভিযোগ তুলেছেন। গতকাল ফের মমতা বন্দ্যোপাধ্য়ায় দাবি করেন, "আমাকে সিপিআইএম অনেক মেরেছে। আর আজ সিপিআইএম ওদের নেতা হয়েছে।" আরও তোপ দাগেন, "কংগ্রেস, সিপিআইএম- সব বিজেপির হাত ধরে চলছে। এরাই বিজেপিকে সুবিধা করে দিচ্ছে।"

আরও পড়ুন, Budget 2024 | Lakhpati Didi: মহিলা মন জিততে বাজেটে ৩ কোটি 'লাখপতি দিদি'র ঘোষণা নির্মলার!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের  

AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.