‘তাড়াতে হলে আগে আমাকে তাড়াতে হবে’, পাহাড়ে মমতার হুঁশিয়ারি
CAA-NRC বিরোধিতায় পাহাড়ে সভা। সেই পাহাড়, যেখানে জিতেছে বিজেপি। কিন্তু, এবার NRC আবহে সমীকরণ বদলেছে। অসমে নাগরিকপঞ্জি থেকে বাদ পড়েছে এক লক্ষের বেশি গোর্খা
নিজস্ব প্রতিবেদন: কাউকে তাড়াতে হলে আগে তাঁকে তাড়াতে হবে। পাহাড়ের সভা থেকে অমিত শাহকে চ্যালেঞ্জ ছুড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় জনসংখ্যা পঞ্জি (NPR) নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে মিথ্যাচার ও পক্ষপাতিত্বের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। ভুল বোঝাচ্ছেন মমতা-সহ বাকি বিরোধীরা। লখনউয়ে নয়া নাগরিকত্ব আইনের (CAA) পক্ষ নিয়ে তোপ দেগেছিলেন অমিত শাহ। চব্বিশ ঘণ্টার মধ্যে জবাব দিলেন মুখ্যমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে বললেন, সত্যিটা বলুন।
CAA-NRC বিরোধিতায় পাহাড়ে সভা। সেই পাহাড়, যেখানে জিতেছে বিজেপি। কিন্তু, এবার NRC আবহে সমীকরণ বদলেছে। অসমে নাগরিকপঞ্জি থেকে বাদ পড়েছে এক লক্ষের বেশি গোর্খা। NRC -CAA আতঙ্ক চেপে বসেছে পাহাড়বাসীর মনে। মুখ্যমন্ত্রী ভরসা জোগালেন। বোঝালেন ভোটে নয়, বিপদে পাশে আছেন। স্থানীয় সাংসদ বিজেপির। তবুও, NRC বিরোধী মিছিলে পাহাড়ের মানুষের উপচে পড়া ভিড়। উচ্ছ্বসিত তৃণমূল সুপ্রিমো মোদী-শাহদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনলেন।
আরও পড়ুন- 'রাঁচির পাগলা গারদে থাকা উচিত দিলীপ ঘোষের, বেরলেন কীভাবে', কটাক্ষ জ্যোতিপ্রিয়র
মমতার অভিযোগ, পক্ষপাতিত্ব করছে বিজেপি। রাজনৈতিক ফায়দা লুঠতে CAA-NRC -র মতো জনবিরোধী নীতি চাপানো হচ্ছে অবিজেপি রাজ্যগুলির ঘাড়ে। পথ একটাই,একজোটে লড়াই। উত্তর-পূর্বের সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে আহ্বান জানালেন। হুঁশিয়ারি দিলেন অমিত শাহকে। ভোট অর নো ভোট। পাহাড়বাসীর পাশে সবসময় তিনি আছেন। আগাগোড়া এটাই বোঝালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
CAA-NRC -র প্রতিবাদে পাহাড়ের পথে মুখ্যমন্ত্রী। ভানুভবন থেকে চকবাজার পর্যন্ত হাঁটলেন মমতা। কখনও একতারা, কখনও ঝাঁঝর, কখনও আবার ডাফলি পাহাড়ি পথে নানা মুডে দেখা গেল মুখ্যমন্ত্রী। গোটা পথে শোনা গেল NRC-CAA মানছি না, মানব না-র স্লোগান। তৃণমূল ছাড়াও গোর্খা জনমুক্তি মোর্চা ও পাহাড়ের ১৫টি জনজাতির মানুষ পদযাত্রার পা মেলালেন। বেলা একটার কিছু পরে পদযাত্রা শুরু হয়। নেহেরু রোড ধরে কাকঝোরা হয়ে পদযাত্রা শেষ হয় মোটরস্ট্যান্ডে। পাহাড়বাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রীতিমতো উত্সবের চেহারা গোটা পাহাড় জুড়ে।