বলবিন্দর সিংয়ের স্ত্রীকে পুজোয় সালওয়ার সুট উপহার মমতার
রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে করেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় অভিযোগ তুলে নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদন: বলবিন্দর সিংকে মুক্ত করতে রাজি পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ। টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছে, দিল্লি শিখ গুরুদোয়ারা ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ও আকালি দলের মুখপাত্র মনজিন্দর সিং সিরসার। ৮ অক্টোবর বিজেপি‘নবান্ন অভিযান’ কর্মসূচিতে হাওড়া ময়দান থেকে আগ্নেয়াস্ত্র–সহ গ্রেফতার করা হয়েছিল বলবিন্দরকে।
স্বামীকে না ছাড়লে নবান্নের সামনে ছেলে সঙ্গে আর অনশনে বসার হুমকি দিয়েছিল স্ত্রী করমজিৎ কউর। এরপরই রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে করেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় অভিযোগ তুলে নেওয়া হবে।
This fight for justice for Balwinder Singh has been successful bcos of pragmatic guidance of Sri Akal Takht Jathedar Harpreet Singh Ji
Thanking @OfficeofSSBadal Ji & @HarsimratBadal_ Ji for monitoring the situation closely & extending maximum support to Karamjit Kaur Bhen Ji
— Manjinder Singh Sirsa (@mssirsa) October 16, 2020
আকালি দলের মুখপাত্র মনজিন্দর সিং সিরসা টুইটবার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। এরপরই ওই টুইটে তিনি আরও জানিয়েছেন যে, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলবিন্দর সিংয়ের স্ত্রী করমজিৎ কউরের জন্য দুর্গাপুজো উপলক্ষে একটি সালওয়ার সুট পাঠিয়েছেন।’