এক রাতে ৩টি গোখরো পিটিয়ে মেরে ছবি পোস্ট ফেসবুকে! রাতেই যুবকের সঙ্গে ঘটল ভয়ঙ্কর ঘটনা
বাঁশ দিয়ে থেঁতলে দেওয়া হয় সাপের মাথা, লেজ। কম বীরত্বের কাজ!
নিজস্ব প্রতিবেদন: একই রাতে পরপর তিনটি গোখরো সাপ খুন! তাও এবার একার কৃতিত্বেই। বাঁশ দিয়ে থেঁতলে দেওয়া হয় সাপের মাথা, লেজ। কম বীরত্বের কাজ! নিজের বীরত্ব সকলের সামনে তুলে ধরতেই মৃত ৩ গোখরো সাপের ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। আর তাতেই বাধল গোল। ‘বীরপুরুষ’কে যেতে হল সটান শ্রীঘরে!
আরও পড়ুন: অনীক থেকে অ্যানি হয়ে সাত পাকে বাঁধা পড়লেন পুরনো বন্ধু সাগ্নিকের সঙ্গে! তারপর...
জলপাইগুড়ির ধূপগুড়ির ঘোষপাড়া এলাকার বাসিন্দা নান্টু ঘোষ সোমবার রাতে পরপর তিনটি গোখরো সাপ লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলেন। এরপর সেই ছবি ফেসবুকে পোস্ট করেন। মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে সেই ছবি।
কোনও এক পরিবেশপ্রেমী ও সর্ববিশরদ সেই ছবি দিয়ে বনদফতরকে অভিযোগ করেন। ছবি পৌঁছয় বনদফতরের হাতে। রাতেই বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফের রেঞ্জ অফিসার নান্টু ঘোষকে গ্রেফতার করেন।
গোখরো সাপ খুনের অভিযোগে বন্যপ্রাণী আইনে ধূপগুড়িতে গ্রেফতার এক। ধৃতের নাম নান্টু ঘোষ। অভিযুক্ত ব্যক্তি ধুপগুড়ি ঘোষপাড়া এলাকার বাসিন্দা। ৩ টি সাপের দেহ উদ্ধার করা হয়েছে। দেহের ময়নাতদন্ত হবে বলে জানান আধিকারিক।
নান্টু ঘোষ এর আগে একই ভাবে ৫০টি বিষধর সাপ মেরেছে বলে অভিযোগ। বন আধিকারিক জানান, এই গোখরো সাপটি ‘Naja Naja’ প্রজাতির।