Bardhaman Shocker: যুবকের গায়ে অ্য়াসিড ছুড়ল তরুণী, বাইক থেকে পড়ে যেতেই একের পর এক কাটারির কোপ....

Bardhaman Shocker: যুবকের স্ত্রীর দাবি, ওই মহিলার সঙ্গে দিদি পাতিয়েছিল শামীম। তার সঙ্গে লোন সংক্রান্ত টাকা পয়সার লেনদেন ছিল

Updated By: Feb 19, 2025, 03:25 PM IST
Bardhaman Shocker: যুবকের গায়ে অ্য়াসিড ছুড়ল তরুণী, বাইক থেকে পড়ে যেতেই একের পর এক কাটারির কোপ....

সঞ্জয় রাজবংশী: প্রকাশ্য রাস্তায় এক মহিলা এক যুবককে কোপাচ্ছে কাটারি দিয়ে। শিউরে উঠলেন আসপাশের লোকজন। তারাই ওই যুবককে ভর্তি করেন স্থানীয় হাসপাতালে। ততক্ষণে সব শেষ। বুধবার সকালে এমন ভয়কর ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের কালনার রানীবন্দর এলাকায়। ওই ঘটনাকে ঘিরে প্রবল উত্তেজনা রয়েছে এলাকায়।

আরও পড়ুন-মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর পাশে বনকর্মীরা, টহলদারী ভ্যানেই পৌঁছে দিচ্ছেন পরীক্ষাকেন্দ্রে...

স্থানীয় সূত্রে খবর,আজ সকাল এগারোটা নাগাদ শামীম মণ্ডল নামে ওই যুবক বাইকে চড়ে তার গ্রাম কপুরডাঙ্গা থেকে যাচ্ছিলেন ওই মহিলার গ্রাম বানীবন্দর দিয়ে। সেইসময় ওই মহিলা ওই যুবককে লক্ষ্য করে অ্য়াসিড ছোড়ে। তাতেই যুবকের দেহের সামনের অংশ পুড়ে যায়। বাইক থেকে পড়ে যায় শামীম। তার পরই দৌড়ে গিয়ে যুবকের ঘাড়ে কাটারির কোপ দেয় ওই মহিলা। এরপর কাটারির একাধিক কোপ। মাটিতে পড়ে নিথর হয়ে যায় শামীমের দেহ।

যুবকের স্ত্রীর দাবি, ওই মহিলার সঙ্গে দিদি পাতিয়েছিল শামীম। তার সঙ্গে লোন সংক্রান্ত টাকা পয়সার লেনদেন ছিল শামীমের। সেই লোনের টাকাই বাকী ছিল যুবকের। টাকা আদায়ের জন্য গতকাল শামীমের বাড়িতে এসে তাকে হুমকি দিয়ে যায়। তখন বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয়নি শামীমের পরিবার। কিন্তু রাত পোহাতেই এই কাণ্ড। পুলিস ওই মহিলাকে আটক করেছে। মহিলার এরকম রোষের পেছনে কী কারণ তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.