আগ্নেয়াস্ত্র সহ বাড়ি থেকে গ্রেফতার 'বিধায়ক ঘনিষ্ঠ' ব্যক্তি
ধৃত ব্যক্তি জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাসের ঘনিষ্ঠ বলে পুলিস সূত্রে জানা গিয়েছে।
নিজস্ব প্রতিবেদন : অাগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম সহ গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। ধৃতের নাম নাজিবুল ইসলাম। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।
আরও পড়ুন, পুরসভা-পঞ্চায়েত কর্মী, শিক্ষক-শিক্ষিকাদের পিএফ-ও এবার অনলাইনে
পুলিস জানিয়েছে, বারুইপুরের বকুলতলায় ধৃতের বাড়ি। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সকালে বারুইপুরের বকুলতলায় ধৃত নাজিবুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। তখনই হাতেনাতে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। বাজেয়াপ্ত করা হয় আগ্নেয়াস্ত্র সহ অস্ত্র তৈরির সরঞ্জামও। ৩টি বন্দুক, ৯ রাউন্ড কার্তুজ এবং নগদ ৫০ হাজার বাজেয়াপ্ত করা হয়েছে।
ধৃত নাজিবুল ইসলাম
আরও পড়ুন, অতিরিক্ত টাকা দিয়েই দেখতে হবে পে চ্যানেল, ট্রাইয়ের বিজ্ঞপ্তি কার্যকর আজ রাত থেকেই
ধৃত ব্যক্তি জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাসের ঘনিষ্ঠ বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। এমনকি, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের পর থেকেই তাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিসের কাছে বেশ কয়েকজন রাজনৈতিক প্রভাবশালীর ব্যক্তির ফোনও নাকি আসে। এমনটাই জানা গিয়েছে পুলিস সূত্র মারফত।
প্রসঙ্গত, গত পঞ্চায়েত নির্বাচনের আগে বোমা বাঁধতে গিয়ে গুরুতর জখম হয়েছিল এই নাজিবুল ইসলাম। এলাকায় সমাজবিরোধী হিসেবে পরিচিতি রয়েছে তার।