Video: হাওড়ায় পাস্টিকে গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা শ্রমিকদের

অগ্নিকাণ্ড শিলিগুড়িতেও। সেবক রোডে ভষ্মীভূত হয়ে গেল একটি স্পঞ্জ আয়রন কারখানা।

Updated By: May 28, 2022, 07:15 PM IST
Video: হাওড়ায় পাস্টিকে গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা শ্রমিকদের

দেবব্রত ঘোষ: কাজ চলছিল পুরোদমে। ভরদুপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড প্লাস্টিকের গুদামে। কালো ধোঁয়ায় ঢেকে গেল গোটা এলাকা। অল্পের জন্য রক্ষা পেলেন শ্রমিকরা। ঘটনাস্থল, হাওড়া।

জানা গিয়েছে, হাওড়ায় গোলাবাড়ি থানা এলাকার ওই গুদামে মূলত পাস্টিকের চেয়ার তৈরি হত। মজুত ছিল প্রচুর পরিমাণে দাহ্য পদার্থও। কিন্তু গুদামে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না বলে অভিযোগ। 

 

ঘড়িতে তখন ১টা। রোজকার মতোই গুদামে কাজ করছিলেন শ্রমিকরা। আচমকাই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। জনবহুল এলাকায় অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪ টি ইঞ্জিন। ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে হতাহতের কোনও খবর নেই। বিপদ বুঝে গুদাম বেরিয়ে এসেছিলেন শ্রমিকরা।

আরও পড়ুন: Diamond Harbour Blast: ডায়মন্ড হারবারে বিস্ফোরণে উড়ল বাড়ির ছাদ, মৃত ১; কারণ নিয়ে ধন্দ

এদিকে শিলিগুড়িতে অগ্নিকাণ্ডে ভষ্মীভূত হয়ে গেল একটি স্পঞ্জ আয়রন কারখানা। সেবক রোডে ইন্ড্রাস্ট্রিয়াল এস্টেটের ভিতরেই ছিল ওই কারখানাটি। গতকাল শুক্রবার রাতে আচমকাই কারখানায় আগুন লেগে যায়। ৪ ইঞ্জিনের সাহায্যে ঘণ্টা তিনেকের মধ্য়ে আগুন নিভিয়ে ফেলেন দমকর্মীরা। কিন্তু তখন কারখানাটির আর কিছুই অবশিষ্ট ছিল না। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.