বাঘের পর হনুমান-হাতি! অতিষ্ঠ বীরভূমবাসী
হনুমান তাড়াতে লাঠি ও চকলেট বোমা নিয়ে পাহাড়া দিচ্ছেন যুবকরা। সোমবার গ্রামে যায় বন দফতর। হনুমান ধরতে পাতা হয়েছে খাঁচা।
![বাঘের পর হনুমান-হাতি! অতিষ্ঠ বীরভূমবাসী বাঘের পর হনুমান-হাতি! অতিষ্ঠ বীরভূমবাসী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/10/08/146335-hanuman.jpg)
নিজস্ব প্রতিবেদন: কোথাও হনুমানের আতঙ্কে কাঁপছে গোটা গ্রাম। কোথাও আবার হাতির হানায় নষ্ট মাঠের ফসল। পুজোর মুখে সিউড়ি ও ঝাড়গ্রামে সমস্যায় বাসিন্দারা।
কিছুদিন আগে ছিল বাঘের আতঙ্ক। এবার সিউড়ির গাংটে গ্রামে একদল হনুমানের তাণ্ডব। শুধু ভয় দেখানো নয়। পথ চলতি মানুষদের আক্রমণও করছে। ইতিমধ্যেই জখম হয়ে সিউড়ি হাসপাতালে ভর্তি বেশ কয়েকজন। হনুমানের ভয়ে বাড়ি থেকে বেরচ্ছেন না অনেকেই। ছোটদের স্কুল যাওয়া শিকেয়।
আরও পড়ুন: সপ্তমী, অষ্টমী না নবমী? কবে কোথায় ভারী বৃষ্টি হবে, স্পষ্ট করল আবহাওয়া দফতর
হনুমান তাড়াতে লাঠি ও চকলেট বোমা নিয়ে পাহাড়া দিচ্ছেন যুবকরা। সোমবার গ্রামে যায় বন দফতর। হনুমান ধরতে পাতা হয়েছে খাঁচা।
আরও পড়ুন: পালিয়ে গিয়ে বিয়ে করল বন্ধু, 'ক্ষির' খেল যুবক
পুজোর আগে ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকে ফের হাতির হানা। সোমবার ভোরে নয়াগ্রাম রেঞ্জের চাঁদাবিলা জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে তিরিশ থেকে পঁয়ত্রিশটি হাতি। দাঁতালদের দাপাদাপিতে নষ্ট হয়েছে মাঠের ফসল, সবজি। হাতির হামলা থেকে বাঁচতে বন দফতরের দ্বারস্থ স্থানীয় বাসিন্দারা।