৪ কর্মীর মৃতদেহ নিয়ে চকবাজারে জমায়েতের ডাক মোর্চার

পাহাড়ের আন্দোলনকে আরও তীব্র করতে চাইছে মোর্চা। আজ দার্জিলিংয়ের চকবাজারে জমায়েতের ডাক দিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা। কালো ফ্ল্যাগ নিয়ে প্রতিবাদ মিছিলের কর্মসূচি রাখা হয়েছে।

Updated By: Jun 18, 2017, 09:10 AM IST
৪ কর্মীর মৃতদেহ নিয়ে চকবাজারে জমায়েতের ডাক মোর্চার

ওয়েব ডেস্ক : পাহাড়ের আন্দোলনকে আরও তীব্র করতে চাইছে মোর্চা। আজ দার্জিলিংয়ের চকবাজারে জমায়েতের ডাক দিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা। কালো ফ্ল্যাগ নিয়ে প্রতিবাদ মিছিলের কর্মসূচি রাখা হয়েছে।

গতকাল যে চার মোর্চা কর্মীর মৃত্যু হয়েছে তাদের দেহ নিয়েই জমায়েতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজও মোর্চার আন্দোলনকে ঘিরে পাহাড়ে অশান্তি ছড়াতে পারে। পরিস্থিতি সামাল দিতে রাখা হয়েছে পুলিস, RAF, আধাসেনা। মোতায়েন রাখা হয়েছে সেনা জওয়ানদের।

আরও পড়ুন, মোর্চার গোর্খাল্যান্ড দাবিকে সমর্থন উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিনতাবাদী গোষ্ঠী NDFB-র

আরও পড়ুন, ৪ কর্মীর মৃত্যুর প্রতিবাদে, মোর্চার ডাকে আজ ১২ ঘণ্টার ডুয়ার্স বনধ

.