East Midnapore: রাতারাতি লাখপতি! রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে গ্রাহকদের অ্যাকাউন্টে ৫ লক্ষেরও বেশি টাকা

কোথা থেকে এল এত টাকা? হতবাক গ্রাহকরা।

Updated By: Aug 27, 2021, 09:00 PM IST
 East Midnapore:  রাতারাতি লাখপতি! রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে গ্রাহকদের অ্যাকাউন্টে ৫ লক্ষেরও বেশি টাকা

নিজস্ব প্রতিবেদন: রাতারাতি লাখপতি! গ্রাহকদের অ্যাকাউন্টে ঢুকল পাঁচ লক্ষেরও টাকা! কীভাবে? সদুত্তর দিতে পারছে না ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে দিয়েছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে। হতবাক সকলেই।

বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলেছেন। কিন্তু ক'টাকাইবা রোজগার করেন! গ্রাহকদের অনেকেরই কার্যত নুন আনতে পান্থা ফুরনোর অবস্থা। তাহলে? গতকাল সন্ধ্যা থেকে ব্যাঙ্কের অ্যাকাউন্টে ব্যালেন্স দেখার হিড়িক পড়ে গিয়েছে। ভগবানপুরের শ্যামচক, শ্রীকান্তপুর, গুমকিয়া-সহ বিভিন্ন এলাকায় সাইবার ক্যাফের সামনে লাইন চোখে পড়ছে। গ্রাহকদের দাবি, তাঁদের অ্য়াকাউন্টে ঢুকেছে ৫ লক্ষ ৩৫ হাজার ৩৩৪ টাকা! চক্ষু চড়কগাছ সবার! 

আরও পড়ুন: Bagdah: মনসার স্বপ্নাদেশে ফিরবে প্রাণ! ওঝার নিদানে মর্গ থেকে স্ত্রী-র দেহ ফেরাতে তৎপর স্বামী

কোথায় থেকে এল এই টাকা? এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানায়নি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অনলাইলে আর্থিক লেনদেনে সময় হয়তো কোনও যান্ত্রিক সমস্যা হয়েছে। সেকারণেই এই ঘটনা।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.