Jalpaiguri: বেহাল রাস্তা! গরুমারা অভয়ারণ্যর ভেতর ধুঁকছে মৌচুকি‌ পর্যটন কেন্দ্র...

Mouchuki Tourist Center: রক্ষণাবেক্ষণের অভাবে ধীরে ধীরে প্রাণ হারাচ্ছে জঙ্গল, সংস্কার হচ্ছে না বহুদিন। রাস্তার বেহাল অবস্থার কারণে পর্যটকরাও খুব বেশি আসতে‌ চাইছেন না...

Updated By: Feb 19, 2025, 11:23 AM IST
Jalpaiguri: বেহাল রাস্তা! গরুমারা অভয়ারণ্যর ভেতর ধুঁকছে মৌচুকি‌ পর্যটন কেন্দ্র...

প্রদ্যুত দাস: রাস্তার রক্ষণাবেক্ষণের অভাবে ধীরে ধীরে প্রাণ হারাচ্ছে জঙ্গল। পাহাড়ের কোলে অবস্থিত গরুমারা বন্যপ্রাণ বিভাগের অধীনে থাকা মৌচুকি‌ পর্যটন কেন্দ্র। দীর্ঘদিন ধরে সংস্কার করা হচ্ছে না এই পর্যটন কেন্দ্রে যাতায়াতের জন্য ব্যবহৃত প্রায় তিন কিলোমিটার রাস্তা। এর ফলে পর্যটকরা খুব বেশি আসতে‌ও চাইছেন না এখানে।

Jalpaiguri

আরও পড়ুন- West Bengal News LIVE Update: ঘন কুয়াশায় ঢেকে বিমানবন্দর, জেলায় জেলায় ঝিরঝিরে বৃষ্টি

অথচ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই পর্যটন কেন্দ্র যে‌ কোন‌ও মানুষের মন‌ মুগ্ধ করার মতো। জলপাইগুড়ি জেলার চালসা, মেটেলি ও সামসিং হয়ে যেতে হয় সুনতালিখোলা। সেখান থেকে কয়েক কিলোমিটার এবড়ো খেবড়ো রাস্তায় পৌঁছাতে হয় মৌচুকি কটেজে। পাহাড়ের কোলে অবস্থিত এই পর্যটন কেন্দ্রে রয়েছে বনদপ্তরের ঝা চকচকে কটেজ। সম্পূর্ণ সোলার সিস্টেমের মধ্যে এই কটেজ। এখানে থাকার আনন্দ একেবারেই অন্যরকম। জঙ্গল ও পাহাড়ের কোলে অবস্থিত এই এলাকায় বেশ কয়েকটি সুন্দর সুন্দর কটেজ রয়েছে। এছাড়াও রয়েছে পর্যটকদের মন কেড়ে নেওয়ার মত খুবই সুন্দর ও মনোরম পরিবেশ। এই কটেজগুলো পরিচালনার দায়িত্বে রয়েছে জলপাইগুড়ি গরুমারা বন্যপ্রাণ বিভাগ। সরকারি এই কটেজে খুব কম খরচে রাত্রি যাপন করতে পারেন পর্যটকেরা। থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত‌ রয়েছে এখানে। 

Garumara

আরও পড়ুন- WB Weather Update: ঘ্যানঘেনে বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা, কবে মুক্তি দুর্যোগ থেকে?

এই এলাকার রাস্তা সংস্কার হলে অনেক বেশি পর্যটক আসতে পারে বলে আশা প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় গাড়ি চালক‌ শিশির ভুজেল‌ বলেন, এখানে একবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এসেছিলেন। কিন্তু বেহাল রাস্তার জন্য এখন পর্যটকরা খুব বেশি আসতে‌ চাইছেন না।

Mouchuki Tourist Center

এই বিষয়ে  গরুমারা ওয়াইল্ডলাইফ ডিভিশনের ডিএফও দ্বিজপ্রতিম সেন বলেন এখানে বর্তমানে পরিবেশবান্ধব কটেজ তৈরি হয়েছে। স্থানীয় ভাবে চেষ্টা করা হচ্ছে যাতে রাস্তাটা চলাচলের যোগ্য করা যায়।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.