মাইনে চাওয়ায় শ্রমিককে পিটিয়ে খুন মালিকের
ছেলে লিটনের সঙ্গে গেঞ্জির কারখানায় কাজ করতেন অশোকনগরের বাসিন্দা গোকুল।
![মাইনে চাওয়ায় শ্রমিককে পিটিয়ে খুন মালিকের মাইনে চাওয়ায় শ্রমিককে পিটিয়ে খুন মালিকের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/09/17/141722-ashoknagar.jpg)
নিজস্ব প্রতিবেদন: মাইনে চাওয়ায় কারখানা মালিকের বিরুদ্ধে বৃদ্ধকে পিটিয়ে মারার অভিযোগ। ঘটনা উত্তর ২৪ পরগনার অশোকনগরে নবজীবনপুরে। নিহতের নাম গোকুল বাড়ুই।
ছেলে লিটনের সঙ্গে গেঞ্জির কারখানায় কাজ করতেন অশোকনগরের বাসিন্দা গোকুল। দু-জনেরই কয়েকমাসের বেতন বাকি ছিল।গতকাল রাতে কারখানা মালিক উত্পল বালার কাছে টাকা চাইতে যান লিটন। টাকা দিতে না চাওয়ায় শুরু হয় বচসা, তারপর মারধর।
আরও পড়ুন: পাত্রী দেখতে গিয়ে তাঁর বাড়িতে বারাকপুরের পাত্র যা ঘটালেন, তা এই রাজ্যে কেন দেশে কোথাও আগে ঘটেনি!
ছেলেকে বাঁচাতে গিয়ে কারখানা মালিক এবং তাঁর লোকেদের প্রবল মারধরে লিটনের বাবা গোকুল বাড়ুই মারা যান বলে অভিযোগ। পরিস্থিতি বেগতিক দেখে পালিয়ে যায় উত্পল ও তাঁর দলবল। পুলিস একজনকে গ্রেফতার করেছে।