Nadia: হাফপ্যান্ট পরে পঞ্চায়েতে কেন! এসব চলবে না, ফতোয়া প্রধানের

পঞ্চায়েতের বিরোধী বিজেপি নেতা তাপস রায় বলেন, পঞ্চায়েতের অন্য়ান্য সদস্যদের সঙ্গে কোনওরকম আলোচনা না করেই প্রধান এরকম সিদ্ধান্ত নিয়েছেন

Updated By: Sep 15, 2021, 08:44 PM IST
Nadia: হাফপ্যান্ট পরে পঞ্চায়েতে কেন! এসব চলবে না, ফতোয়া প্রধানের

নিজস্ব প্রতিবেদন: পঞ্চায়েত প্রধানের ফতোয়ায় হইচই নদিয়ার রানাঘাটের রামনগর-২ নম্বর পঞ্চায়েতে। এনিয়ে বিরক্তি প্রকাশ করছেন অনেকেই। 

কী ফতোয়া? সম্প্রতি পঞ্চায়েত প্রধান সোজা সাপটা জানিয়ে দিয়েছেন, হাফপ্যান্ট পরে গটগটিয়ে পঞ্চায়েতে ঢুকে পড়া যাবে না। হাফপ্যান্ট পরে থাকলে খুলবে না পঞ্চায়েতের দরজা।

আরও পড়ুনUnknown Fever: কয়েক ঘণ্টার ব্যবধান ফের শিশুমৃত্যু, জলপাইগুড়িতে বাড়ছে মৃতের সংখ্যা 

প্রধানের এহেন নির্দেশিকায় রাজনৈতিক তরজা তৈরি হয়েছে শাসক ও বিরোধী শিবিরে। বিরোধী দলনেতারা বক্তব্য, তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধানের এহেন ফতোয়া জারি করে তালিবানি শাসন জারি করতে চাইছেন।

এদিকে, পঞ্চায়েত প্রধান সুজিত জোয়ারদারের সাফ কথা, দুয়ারে সরকার চালু হওয়ার পর বহু মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য পঞ্চায়েতে আসছেন। তাদের অনেকেরই পুরুষদের ওই পোশাকে আপত্তি রয়েছে। তাই পুরুষদের পোশাক নিয়ে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

আরও পড়ুন-Duare Ration: পরিবহণের খরচ দেবে কে? বাঁকুড়ায় বাড়ি বাড়ি রেশন দিতে নারাজ ডিলাররা

অন্যদিকে, পঞ্চায়েতের বিরোধী বিজেপি নেতা তাপস রায় বলেন, পঞ্চায়েতের অন্য়ান্য সদস্যদের সঙ্গে কোনওরকম আলোচনা না করেই প্রধান এরকম সিদ্ধান্ত নিয়েছেন। এরকম সিদ্ধান্ত কখনওই সমর্থযোগ্য নয়।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.