উত্তরবঙ্গ মেডিক্যালের পরিত্যক্ত ট্যাঙ্কে মিলল সদ্যোজাতের দেহ
এক অ্যাম্বুলেন্স চালক প্রথম জলের ট্যাঙ্কের মধ্যে সদ্যোজাতের দেহ দেখতে পান।
নিজস্ব প্রতিবেদন : উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (North Bengal Medical College) পরিত্যক্ত জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার হল সদ্যোজাতের দেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (North Bengal Medical College) পুরোনো গার্লস হস্টেলের পাশে একটি পরিত্যক্ত জলের ট্যাঙ্ক রয়েছে। সেই ট্যাঙ্ক থেকেই উদ্ধার হয় ওই সদ্যোজাতের দেহ। জানা গিয়েছে,আজ সকালে এক অ্যাম্বুলেন্স চালক মেডিক্যাল কলেজের পুরোনো গার্লস হস্টেলের পাশে গাড়ি রাখতে গিয়েছিলেন। সেইসময় তিনি-ই প্রথম জলের ট্যাঙ্কের মধ্যে সদ্যোজাতের দেহ দেখতে পান।
এরপরই ওই অ্যাম্বুলেন্স চালক পুলিসকে খবর দেন। খবর পেয়েই ঘটনাস্থলে আসে উত্তরবঙ্গ মেডিক্যাল ফাঁড়ির পুলিস এবং শিলিগুড়ি (Siliguri) দমকল বিভাগের কর্মীরা। সদ্যোজাতের দেহ উদ্ধার করে পুলিস। কে বা কারা ওই সদ্যোজাতকে পরিত্যক্ত জলের ট্যাঙ্কের মধ্যে ফেলে রেখে গিয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিস।
আরও পড়ুন, রাজনাথের সভায় ডিউটি, বাড়ি ফিরেই 'অবসাদে' আত্মঘাতী ঋণগ্রস্ত পুলিসকর্মী