Dooars: পর্যটকদের জন্য স্বস্তির খবর, ডুয়ার্স ঘুরতে আর গুণতে হবে না বাড়তি গাড়ি ভাড়া...

Dooars: দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটরা ছুটে আসেন শীতের ডুয়ার্স এলাকায়। ডুয়ার্সের ঘুরতে এসে, অনেক সময়ই পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ ওঠে কিছু গাড়িচালকের বিরুদ্ধে। পর্যটকদের ঘুরতে এসে যাতে কোনোভাবেই বাড়তি গাড়ি ভাড়া গুণতে না হয় ও কোনও দালাল চক্রের হাতে না পড়তে হয় তার জন্য মালবাজার মহকুমার  চালসার টিয়াবন এলাকায় পর্যটক সহায়তা কেন্দ্র খুলল এলাকার  গাড়িচালকরাই। 

Updated By: Dec 2, 2024, 08:04 PM IST
Dooars: পর্যটকদের জন্য স্বস্তির খবর, ডুয়ার্স ঘুরতে আর গুণতে হবে না বাড়তি গাড়ি ভাড়া...

অরূপ বসাক: শীত পড়তেই পর্যটকদের আনাগোনা বারছে ডুয়ার্সে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটরা ছুটে আসেন শীতের ডুয়ার্স এলাকায়। আবহাওয়া এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ডুয়ার্স সকল মানুষের পছন্দের জায়গা। ডুয়ার্সের ঘুরতে এসে, অনেক সময়ই পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ ওঠে কিছু গাড়িচালকের বিরুদ্ধে। আর এতেই ভাবমূর্তি খারাপ হয় পর্যটনকেন্দ্রগুলির বিশেষ করে ডুয়ার্সের বিভিন্ন পর্যটন কেন্দ্রে।

আরও পড়ুন- Kolkata Municipal Corporation: বাঙালি জাতিসত্ত্বায় শান, কলকাতায় ব্যবসা করতে হলে লাগাতে হবে বাংলায় সাইনবোর্ড...

পর্যটকদের ঘুরতে এসে যাতে কোনোভাবেই বাড়তি গাড়ি ভাড়া গুণতে না হয় ও কোনও দালাল চক্রের হাতে না পড়তে হয় তার জন্য মালবাজার মহকুমার  চালসার টিয়াবন এলাকায় পর্যটক সহায়তা কেন্দ্র খুলল এলাকার  গাড়িচালকরাই। এই সহায়তা কেন্দ্র থেকে পর্যটকদের গাড়ি ভাড়া সহ যাবতীয় বিষয়ে সহযোগিতা করা হবে বলে জানা গেছে। ছোট গাড়ি চালক ইউনিয়নের নেতা কমল মুখী জানান, সহায়তা কেন্দ্রে  এসে যোগাযোগ করলেই ন্যায্য ভাড়ায় গাড়ি পেয়ে যাবেন পর্যটকরা। 

তিনি আরও বলেন, 'এখন থেকেই পর্যটকদের যাবতীয় বিষয়ে সহযোগিতাও করা হবে। কোনও গাড়ি চালকের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠলেই তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে বলে তিনি জানান। কোন পর্যটক আমাদের কাছে অভিযোগ জানালেই আমরা ব্যাবস্থা নেবো। পর্যটকেরা যাতে শান্তিমত ঘুরতে পারে, তার জন্যই এই ব্যবস্থা'। 

আরও পড়ুন- India-Bangladesh Border: অস্থির বাংলাদেশ! সীমান্তে ক্রমশই বাড়ছে অনুপ্রবেশকারীর সংখ্যা, নিরাপত্তা বাড়াতে বড় সিদ্ধান্ত BSF-এর...

পর্যটকেরা সংখ্যায় কম থাকলে শেয়ার গাড়িতেও ঘুরতে যেতে পারবে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের মেটেলি ব্লক সভানেত্রী স্নোমিতা কালান্দি। তিনি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি সমস্ত গাড়ি চালকেরাও উপস্থিত ছিলেন এদিন। পর্যটকদের সঙ্গেও তাঁরা কথা বলেন, সহায়তা কেন্দ্রে চাট দেখেই পর্যটকেরা গাড়ি ভাড়া বা শেয়ারে গাড়িতে করে জঙ্গলে ঘুরতে পারবে। এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছে পর্যটকেরাও।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.