North Barrackpore Municipality: উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের রহস্যমৃত্যুতে 'মহিলা যোগ'! গ্রেফতার...

২ দিন ধরে নিখোঁজ থাকার পর হঠাৎ সত্যজিৎ ব্যানার্জির বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে একটি পরিত্যক্ত বাড়ি থেকে দেহ উদ্ধারের ঘটনা ঘিরে রহস্য দানা বাঁধে। 

Updated By: Nov 20, 2024, 12:51 PM IST
North Barrackpore Municipality: উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের রহস্যমৃত্যুতে 'মহিলা যোগ'! গ্রেফতার...

বরুণ সেনগুপ্ত: উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে 'মহিলা যোগ'! সত্যজিৎ বন্দ্যোপাধ্য়ায়ের আত্মহত্যা ঘটনায় গ্রেফতার জয়শ্রী দাস। আত্মহত্যার সময় সুইসাইড নোটে সইত্যজিৎ বন্দ্যোপাধ্য়ায় জয়শ্রী দাস সহ আরও কয়েকজনের নাম লিখে গিয়েছে। সেই সুইসাইড নোটের ভিত্তিতেই নোয়াপাড়া থানার পুলিস জয়শ্রী দাসকে প্রথমে আটক করে। তারপর গ্রেফতার করে। 

এছাড়া আরও ২ জনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতদের নাম শুভজিত বিশ্বাস ওরফে সন্তু এবং শুক্ল বিশ্বাস। অর্থাত্‍, উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিত্‍ বন্দ্যোপাধ্য়ায়ের আত্মহত্যার ঘটনায় গ্রেফতার মোট ৩ জন। ধৃতদের আজ তাদের ব্যারাকপুর আদালতে পাঠানো হবে। প্রসঙ্গত দু’দিন নিখোঁজ থাকার পর শনিবার এলাকারই এক পরিত্যক্ত বাড়ির উঠোনে মেলে উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের নিথর দেহ। শনিবার সকালে উদ্ধার হয় তৃণমূল কাউন্সিলরের দেহ। 

২ দিন ধরে নিখোঁজ থাকার পর হঠাৎ সত্যজিৎ ব্যানার্জির বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে একটি পরিত্যক্ত বাড়ি থেকে দেহ উদ্ধারের ঘটনা ঘিরে রহস্য দানা বাঁধে। ঘটনার তদন্তে নামে নোয়াপাড়া থানার পুলিস। পরিবার তরফ থেকে নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। গত বৃহস্পতিবার থেকেই নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের কারোর সঙ্গে কথাবার্তাও হয়নি। যোগাযোগ করা যায়নি সত্যজিৎ-এর সঙ্গে। এরপর শনিবার সকালে গলায় দড়ি দেওয়া অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। 

আরও পড়ুন, Mamata Banerjee | Mandarmani: রাজ্যকে না জানিয়েই মন্দারমনিতে 'বুলডোজার নীতি', হোটেল ভাঙায় স্তম্ভিত মুখ্যমন্ত্রী!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.