১৬ অগাস্টের আগে উত্তরবঙ্গের রুটে ট্রেন চলার কোনও সম্ভাবনাই নেই

Updated By: Aug 14, 2017, 04:01 PM IST
১৬ অগাস্টের আগে উত্তরবঙ্গের রুটে ট্রেন চলার কোনও সম্ভাবনাই নেই

ওয়েব ডেস্ক: ষোলোই অগাস্টের আগে উত্তরবঙ্গের রুটে ট্রেন চলার কোনও সম্ভাবনাই নেই। আবহাওয়া দফতরের রিপোর্ট খতিয়ে দেখে এমনই আশঙ্কা করছেন পূর্বরেল কর্তারা। তার বড় কারণ, ষোলোই অগাস্ট পর্যন্ত বিহারের সীমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ফলে এখনই কিষাণগঞ্জ রেলট্র্যাক থেকে জল নামছে না। তাই, ইতিমধ্যেল ওই লাইনের সব ট্রেন বাতিল করা হয়েছে।

আরও পড়ুন স্টেশন বলে না দিলে বোঝার উপায় নেই, কিষাণগঞ্জ যেন নদী

একাধিক জায়গায় লাইনের নীচের মাটি ধুয়ে চলে গেছে। কোথাও রেললাইনই ভেসে গেছে বলে পূর্ব রেল সূত্রে খবর। সমস্যা এড়াতে, কোন কোন ট্রেন বাতিল হচ্ছে নজর রাখুন সেদিকে।

আরও পড়ুন  ব্লু হোয়েল গেমের শিকার? কীভাবে মৃত্যু হল পশ্চিম মেদিনীপুরের ক্লাস টেনের মেধাবী ছাত্র অঙ্কনের?

 

.