গত জুনের পর রাজ্যে দৈনিক Covid আক্রান্তের সংখ্যা নামল ৫০০-র নীচে
গত একদিনে রাজ্যে করোনার শিকার হয়েছেন ১০ জন। এনিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হল মোট ১০,০৬৩ জনের
![গত জুনের পর রাজ্যে দৈনিক Covid আক্রান্তের সংখ্যা নামল ৫০০-র নীচে গত জুনের পর রাজ্যে দৈনিক Covid আক্রান্তের সংখ্যা নামল ৫০০-র নীচে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/01/18/302328-6.jpg)
নিজস্ব প্রতিবেদন: রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩৮৯ জন। গত বছর ২৫ জুনের পর রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা এতটা নীচে নেমে এল। টানা ৬ মাস পর রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় নামল ৫০০ নীচে।
আরও পড়ুন-দিদিমণি যখন নন্দীগ্রামে জয় খুঁজছেন, তখন ভবানীপুরটা জিতে নেব : Dilip
এখনও পর্যন্ত রাজ্যে করোনা(Covid-19) আক্রান্ত হয়েছেন ৫,৬৫,৬৬১ জন। আর সুস্থ হয়েছে ৫,৪৮,৭০৫ জন। গত একদিনে রাজ্যে সুস্থ হয়েছেন ৫৬৯ জন। রাজ্যে সুস্থতার হার ৯৭ শতাংশ।
গত একদিনে রাজ্যে করোনার শিকার হয়েছেন ১০ জন। এনিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হল মোট ১০,০৬৩ জনের। গত এদিন রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৬,৮৯৩ জন।
আরও পড়ুন-নন্দীগ্রামে হাফ লাখ ভোটে না হারালে রাজনীতি ছাড়ব, Mamata-কে চ্যালেঞ্জ Suvendu-র
রাজ্যে(West Bengal) করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি ছিল কলকাতা(Kolkata) ও উত্তর ২৪ পরগনার। নতুন বছরে সেই ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। গত একদিনে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৯০ জন, মৃত্যু হয়েছে ১ জনের। অন্যদিকে, উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১২৮ জন, মৃত্যু হয়েছে ৫ জনের।