মধ্যমগ্রামে দুর্ঘটনা, কর্মরত নার্সকে পিষে দিল দ্রুত গতিতে আসা লরি

তাঁর স্কুটিকে পেছন থেকে ধাক্কা মারে একটি টোটো। সেই ধাক্কা সামলাতে না পেরে রাস্তায় পড়ে যান লক্ষ্মী

Updated By: Oct 21, 2019, 07:42 AM IST
মধ্যমগ্রামে দুর্ঘটনা, কর্মরত নার্সকে পিষে দিল দ্রুত গতিতে আসা লরি

নিজস্ব প্রতিবেদন: কর্মরত নার্সকে পিষে দিল দ্রুত গতিতে আসা লরি। রবিবার রাত দশটা নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে মধ্যমগ্রাম উড়ালপুলের কাছে।

আরও পড়ুন-সেনাবাহিনীর প্রত্যাঘাত; পাক অধিকৃত কাশ্মীরে নিহত ৬-১০ পাকিস্তানি সেনা, জানিয়ে দিলেন সেনাপ্রধান

এদিন সন্ধেয় একটি স্কুটিতে চড়ে বাড়ি ফিরছিলেন পেশায় নার্স লক্ষ্মী সিং(৪০)। তিনি বসেছিলেন পেছনের আসনে। মধ্যমগ্রাম স্টেশন থেকে চৌমাথার দিকে যাওয়ার সময়ে তাঁর স্কুটিকে পেছন থেকে ধাক্কা মারে একটি টোটো। সেই ধাক্কা সামলাতে না পেরে রাস্তায় পড়ে যান লক্ষ্মী। তখনই পেছন থেকে দ্রুত গতিতে আসে একটি লরি তাকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় লক্ষ্মীর।

আরও পড়ুন-রাজ্যপালের সব কথার উত্তর দেওয়ার সময় নেই রাজ্যের মন্ত্রীদের, কটাক্ষ পার্থ চট্টোপাধ্যায়ের

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসে মধ্যমগ্রাম থানার পুলিস। আটক করা হয় ঘাতক লরি ও টোটোটিকে। তবে দুটিরই চালক পলাতক। এলাকার মানুষের বক্তব্য, টোটোর দৌরাত্মে নাজেহাল মধ্যমগ্রামের মানুষজন। এনিয়ে কোনও হেলদোল নেই প্রশাসনের।

.