সম্পত্তি লিখিয়ে নিয়ে মাকে বাড়িছাড়া করার হুমকি মেয়ের
২ কাঠা জমির উপর তৈরি একটি বাড়ি। সেই বাড়ির মালিকানা ভানুমতী দেবীর নামেই।
নিজস্ব প্রতিবেদন : মা চোখে কম দেখেন। সেই সুযোগেই মায়ের সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেওয়ার অভিযোগ উঠল মেয়ের বিরুদ্ধে। বাড়িছাড়া করার হুমকিও দেয় মেয়ে। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার শ্রীপুরে।
আরও পড়ুন, মিলল হ্যান্ড গ্রেনেডের টুকরো! ভাদোহির কার্পেট কারখানায় বিস্ফোরণের তদন্তে এনআইএ
বৃদ্ধা ভানুমতী কর্মকার বিগত ৩৫ বছর ধরে শ্রীপুরে বসবাস করন। ২ কাঠা জমির উপর তৈরি একটি বাড়ি। সেই বাড়ির মালিকানা ভানুমতী দেবীর নামেই। তিনি ছাড়াও তাঁর মেজ ও ছোট ছেলেও এই বাড়িতেই থাকেন। অভিযুক্ত মেয়ে হাসি কর্মকার বাগুইআটির জ্যংড়ার বাসিন্দা।
আরও পড়ুন, লুকিয়ে দেখা প্রেমিকার সঙ্গে, যুবককে মারধরের পর পেট্রল ঢেলে জ্বালিয়ে দিল যুবতীর পরিবার
অভিযোগ, চোখের চিকিত্সা করানোর নাম করে মাকে কয়েকদিন আগে নিজের বাড়িতে নিয়ে যান হাসি কর্মকার। সেখানে নিয়ে গিয়ে বিভিন্ন কাগজে তাঁকে দিয়ে সই করিয়ে নেন। এমনকি মায়ের থেকে আলমারির চাবি নিয়ে বিভিন্ন নথিপত্রও আলমারি থেকে লোপাট করা হয়েছে বলে অভিযোগ।
আরও পড়ুন, ফেক নিউজ ধরতে সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল রাজ্য সরকারের, দেখলেই 'ব্যবস্থা'
এরপরই শনিবার মা ও ভাইদের বাড়ি খালি করে দেওয়ার কথা বলেন হাসি কর্মকার। এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধা ভানুমতী কর্মকার।