ভাইকে ইশারা করতে গিয়েই প্রাণ গেল দাদার! ফাঁকা রাস্তাতেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা

সতর্ক হওয়া সত্ত্বেও যুবক করে ফেলেছিলেন একটি ভুল

Updated By: Jun 14, 2018, 02:04 PM IST
ভাইকে ইশারা করতে গিয়েই প্রাণ গেল দাদার! ফাঁকা রাস্তাতেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা

নিজস্ব প্রতিবেদন: হেলমেট পড়েছিলেন। তবুও হল না রক্ষা। মালবোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল বাইক আরোহীর। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের মেথুর মোড়ের ঘটনা। মৃতের নাম পুষ্পেন্দু মণ্ডল।

আরও পড়ুন: বাবা-ছেলের সে দৃশ্য চোখের সামনে মেনে নিতে পারেননি প্রতিবেশী, তিনি যা করলেন...

বুধবার সকালে বিষ্ণুপুরের দোসতিনা কর্মকার পাড়ার বাসিন্দা বছর বাইশের পুষ্পেন্দু খুড়তুতো ভাই রণজিত্কে নিয়ে বাড়ি ফিরছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, পুষ্পেন্দু স্বাভাবিক গতিতেই রাস্তার ধার দিয়ে বাইক চালাচ্ছিলেন। বাইক চালানোর সময়ে পিছনে বসে থাকা ভাইয়ের সঙ্গে কিছুটা একটা কথা বলতে গিয়েছিলেন পুষ্পেন্দু। তাতেই ঘটে যায় বিপত্তি। মেথুর মোড়ের কাছে দ্রুত গতিতে আসা একটি মালবোঝাই লরি পিছন থেকে তাঁদের ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে পড়েন রণজিত্। পুষ্পেন্দুর দেহ লরির চাকায় পিষ্ট হয়ে যায়। স্থানীয়রাই দুজনকে উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। চিকিত্সকরা জানান, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়েছে পুষ্পেন্দুর। একমাত্র সন্তানের মৃত্যুতে শোকের ছায়া পুষ্পেন্দুর পরিবারে।

.