রক্তের সমস্যা সমাধান না করেই অপারেশন, প্রসূতির মৃত্য়ুতে ধুন্ধুমার নার্সিংহোমে
জানা গিয়েছে, ২ দিন আগে ভারত নার্সিংহোমে ভর্তি হয় সন্তান প্রসবের জন্য রোগী।
নিজস্ব প্রতিবেদন: ফের চিকিৎসা ব্যবস্থার বেহাল ছবি প্রকাশ্যে। ১০ মাসের প্রসুতির মৃত্যুতে ধুন্ধুমার আমতার একটি বেসরকারি নার্সিংহোমে। ভাঙচুর করা হয় গাড়ি, নার্সিংহোম। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে আমতার ভারত নামের একটি বেসরকারি নার্সিংহোমে। জানা গিয়েছে, ২ দিন আগে ভারত নার্সিংহোমে ভর্তি হয় সন্তান প্রসবের জন্য রোগী।
আরও পড়ুন: ফের দলবদল? দিলীপ ঘোষের সঙ্গে মর্নিংওয়াকে তৃণমূলের দেবাশিস জানা
শনিবার রাতে সন্তান প্রসব করেন পরেই আমতার সোনামুই এলাকার বাসিন্দা দিব্যেন্দু সেনাপতির স্ত্রী পল্লবী সেনাপতি। মৃত্যু হয়। যদিও সদ্যজাত সুস্থ থাকলেও মৃত্যু হয় পল্লবীর। পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসা হয়েছে পল্লবীর। রক্তের কিছু সমস্যা ছিল তা না ঠিক করেই অপারেশন কারণে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছেন পল্লবীর পরিবার।
এর পরেই নার্সিংহোমে বিক্ষোভ দেখাতে শুরু করে পল্লবীর পরিবারের লোকজন। নার্সিংহোমে থাকা এক চিকিৎসকের গাড়িতে ভাঙচুর চালায় বলেও অভিযোগ। এরপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমতা থানার পুলিস। বেশ কিছুক্ষণের চেষ্টায় তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিবারের তরফ থেকে আমতা থানায় অভিযোগ জানানো হয়েছে।