Panchayat Election 2023: সায়নীকে নিয়ে কুরুচিকর পোস্ট! গ্রেফতার বিজেপির প্রার্থী
Saayoni Ghosh: তৃণমূলের যুব সভাপতি সায়নী ঘোষ সম্পর্কে ফেসবুকে আপত্তিকর পোস্ট করার জন্য ওই বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। ধৃতের নাম সঞ্জয় হালদার ওরফে দুকুল। বিচারক ধৃতকে ৫ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পার্থ চৌধুরী: ফেসবুকে তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh) সম্পর্কে কুরুচিকর অভিযোগ করেছেন তিনি। তার জেরেই গ্রেফতার। তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বিজেপির এক পঞ্চায়েত প্রার্থীকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমানের গলসি থানার পুলিস। ধৃতের নাম সঞ্জয় হালদার ওরফে দুকুল। গলসি থানার আদড়াহাটিতে তাঁর বাড়ি। তিনি এবার বিজেপির টিকিটে আদড়াহাটি পঞ্চায়েত থেকে প্রার্থী হয়েছেন।
আরও পড়ুন, Bengal Weather Update: ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ? শনি-রবি ভারী বৃষ্টির সতর্কতা! ভেসে যাবে কলকাতা?
বৃহস্পতিবার রাতে তাকে থানায় ধরে নিয়ে যায় পুলিস। পরে আদড়াহাটির বাসিন্দা অশোক বাগদির অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৫০৫(২) ধারায় মামলা রুজু করে পুলিস তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতকে শুক্রবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। মিথ্যা মামলায় ফাঁসানোর কথা বলে জামিন চান ধৃতের আইনজীবী। সরকারি আইনজীবী জামিনের বিরোধিতায় বলেন, ঘটনার জেরে এলাকায় উত্তেজনা রয়েছে। মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ধৃতকে জামিন দিলে এলাকায় অশান্তির সৃষ্টি হতে পারে। সওয়াল শুনে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ২৭ জুন ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজিএম।
বৃহস্পতিবার গলসিতে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন সায়নী। সেদিন সন্ধ্যায় অশোক ফেসবুকে একটি পোস্ট দেখতে পান। তাতে কুরুচিকর মন্তব্য করা হয়েছে। সায়নীর সম্পর্কেও ফেসবুকে আপত্তিকর মন্তব্য করা হয়। খোঁজখবর নিয়ে তিনি জানতে পারেন, অ্যাকাউন্টটি দুকুল হালদারের নামে খোলা হলেও সেটি আসলে সঞ্জয়ের অ্যাকাউন্ট। বিজেপির প্রার্থীর ফেসবুক পোস্ট নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিস সঞ্জয়কে থানায় ধরে নিয়ে যায়।
রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, পুলিস পুলিসের কাজ করেছে। এতে আমাদের কিছু বলার নেই। পাশাপাশি বিজেপি নেতা সুধীররঞ্জন সাউয়ের দাবি, বিজেপি প্রার্থীকে হেনস্তা করার জন্যই এসব করা হচ্ছে।
আরও পড়ুন, Panchayat Election 2023: বিজেপির দেওয়াল লিখন মুছছে দুষ্কৃতীরা! ধরা পড়ল সিসিটিভিতে