মাইথন ও পাঞ্চেত্ ড্যাম মেরামতির জন্য টাকা এল বিশ্ব ব্যাঙ্ক থেকে
তত্কালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই ড্যামের সূচনা করেছিলেন । তারপর এত বড় ভাবে মেরামতির কাজ নাকি এই প্রথম । ড্যামের পাশাপাশি বিদ্যুত উৎপাদন কেন্দ্রের মেরামতির কাজ ও হচ্ছে ।
নিজস্ব প্রতিবেদন: এই প্রথম সারা দেশে প্রায় ২৫০ টা ড্যাম মেরামতি হচ্ছে। বিশ্ব ব্যাংকের টাকায় হচ্ছে এই মেরামতির কাজ । ঝাড়খণ্ড ও পশ্চিম বঙ্গের সীমান্তে আসানসোলের মাইথন ও পুরুলিয়ার পাঞ্চেত ড্যামের মেরামতি হচ্ছে । প্রায় ষাট কোটি টাকায় এই দুই ড্যামের কাজ চলছে । ড্যামের পাশ যেন ধসে না যায় তার জন্য বোল্ডার, তারকাঁটার বেরা, গেট গুলো রঙ করা, পার্স বদলানো সবই হচ্ছে । এক প্রকার ঢেলে সাজানো হচ্ছে ড্যাম ।
আরও পড়ুন: রেকর্ড ফলনে বিপত্তি! আলু পচছে হিমঘরের সামনে
তত্কালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই ড্যামের সূচনা করেছিলেন । তারপর এত বড় ভাবে মেরামতির কাজ নাকি এই প্রথম । ড্যামের পাশাপাশি বিদ্যুত উৎপাদন কেন্দ্রের মেরামতির কাজ ও হচ্ছে । তার জল যাওয়ার রাস্তা বানানো হচ্ছে । কারন তার জল যে দিক দিয়ে যাচ্ছিল তা রিভার বেডকে ক্ষতি করছিল । ক্রমশঃ ধসে যাচ্ছিল বালি দিয়ে বন্ধ করে রাখা রিভার বেড । ফলে ড্যামের বিশাল ক্ষতি হচ্ছিল । এই মেরামতি খুব জরুরী ছিল । তাই শুরু হয়েছে এই মেরামতির ও কাজ ।
আরও পড়ুন: স্বামীর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুতে ধৃত স্ত্রীর প্রেমিক
অন্যদিকে সাজানো হয়েছে ড্যামের বিভিন্ন দিক । ফুলের কয়েকটি বাগান তৈরি করা হয়েছে । বাগান গুলো দেখার মতো হয়েছে ।