দ্রুত শিক্ষক নিয়োগে মরিয়া রাজ্য, সুযোগ 'সবার জন্য'

Updated By: Nov 1, 2017, 02:39 PM IST
দ্রুত শিক্ষক নিয়োগে মরিয়া রাজ্য, সুযোগ 'সবার জন্য'

নিজস্ব প্রতিনিধি: শিক্ষক নিয়োগে বিলম্ব বরদাস্ত করা হবে না। সরকার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করতে চায়। বুধবার সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

এদিন পার্থ জানান, যাঁরা প্রশিক্ষণের জন্য কোনও প্রতিষ্ঠানে নাম নথিভুক্ত করেছেন, তাঁরা সকলেই টেট পরীক্ষায় বসতে পারবেন। কিন্তু শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রশিক্ষিতরাই সুযোগ পাবেন। অর্থাত্ সমস্ত প্রশিক্ষিতদের পাশাপাশি প্রশিক্ষণরতরাও টেটে বসার সুযোগ পাবেন। যাঁরা ফার্স্ট ইয়ারে পড়ছেন, তাঁরা বসতে পারবেন টেটে। সেক্ষেত্রে নভেম্বরের মধ্যেই পার্ট ওয়ানের ফল প্রকাশ করে, ডিসেম্বর পার্ট টু পরীক্ষা নেওয়ার জন্য কলেজগুলিকে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। ১৫ নভেম্বর প্রাথমিক টেটের আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রশিক্ষিতদের সঙ্গে সঙ্গে আবেদনের সুযোগ পাবেন শিক্ষক শিক্ষণে প্রশিক্ষণরতরাও৷

শিক্ষামন্ত্রী বলেন, ''বারবার মামলার জেরে শিক্ষক নিয়োগে ধাক্কা লাগছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবেই মামলা করা হচ্ছে। সরকার শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কোনও বিলম্ব বরদাস্ত করবে না।''

সম্প্রতি, রাজ্য সরকারের তরফে টেটের বিজ্ঞপ্তি প্রকাশের পর হাইকোর্টে মামলা করেন ২০০ জন প্রশিক্ষণরত। তাঁদের অভিযোগ, পরীক্ষা না নেওয়ায় তাঁরা এখনও সার্টিফিকেট হাতে পাননি। এরফলে টেটে বসতে পারছেন না তাঁরা। এই মামলার ভিত্তিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিত্ বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, আবেদনকারী ২০০জন প্রশিক্ষণরত প্রার্থী টেট দিতে পারবেন। তবে তাঁরা টেটে উত্তীর্ণ হলে, চাকরি পাবেন কিনা সেটা নির্ভর করবে মামলার ভবিষ্যতের ওপর। হাইকোর্টের নির্দেশের পরই আজ সাংবাদিক সম্মেলন করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বুঝিয়ে দেন, টেট জটিলতা কাটাতে তত্পর রাজ্য। 

 

.