রুক্ষ পাথুরে জয়চণ্ডী এখন উত্সবে মাতোয়ারা
এ নিয়ে ১৩ বছরে পড়ল জয়চণ্ডী উত্সব। উত্সব টইটুম্বর মানুষের ভিড়ে। থিকথিক করা ভিড়ে রুক্ষ পাথুরে পাহাড়টাও যেন ম্লান। শীতের আমেজে মহাআয়োজনের অপেক্ষায় থাকে শুধু বাংলা নয়, দেশ বিদেশের পর্যটকরাও।
নিজস্ব প্রতিবেদন: জয়চণ্ডী। পুরুলিয়ার ছোট্ট এই পাহাড়কে বাঙালির কাছে পরিচয় করিয়েছিলেন সত্যজিত্ রায়। হীরক রাজার দেশের সেই জয়চণ্ডী আজ পর্যটকদের অন্যতম ডেস্টিনেশন। পাহাড় ঘিরেই প্রতি বছর আয়োজিত হয় জয়চণ্ডী উত্সব। শীতের আমেজে উত্সবের রুপ রস গন্ধ চেটেপুটে নিচ্ছেন ভ্রমণপ্রেমীরা।
আরও পড়ুন: দ্বিতীয় বিয়ে লুকোতে ব্যবসায়ীর কীর্তি হার মানাবে চিত্রনাট্যকেও!
জমে উঠেছে জয়চণ্ডী উত্সব। পাহাড়ের কোল ঘেঁষে আয়োজিত এই মেলার পরতে পরতে সত্যজিত, সত্যজিত রায়। হবে নাই বা কেন, জয়চণ্ডী তো সত্যজিতেরই। সত্যজিতের জন্যই তো জয়চণ্ডীর পরিচয়।
এ নিয়ে ১৩ বছরে পড়ল জয়চণ্ডী উত্সব। উত্সব টইটুম্বর মানুষের ভিড়ে। থিকথিক করা ভিড়ে রুক্ষ পাথুরে পাহাড়টাও যেন ম্লান। শীতের আমেজে মহাআয়োজনের অপেক্ষায় থাকে শুধু বাংলা নয়, দেশ বিদেশের পর্যটকরাও।
আরও পড়ুন - পরকীয়ায় পথের কাঁটা সন্তান! শিশুপুত্রকে খুন মায়ের
ব্যবসায়ীর স্ত্রীর দাবি
সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গে হরেক বিনোদন। পিকনিক আবার সঙ্গে মেলা। শীতের মেজাজ আর পাহাড়ের হাতছানি। জয়চণ্ডী ডাকছে...