Asansol: বাড়িতে সরকারি চাকরির চাপ! ভুয়ো টিকিট কালেক্টর সেজে ফাঁপড়ে যুবক
জানা যায়, ওই যুবকের নাম তন্ময় কর। বাড়ি ঝাড়খণ্ডের ধানবাদে। তার কাছ থেকে তিনটি ভুয়ো পরিচয় পত্র উদ্ধার হয়েছে। একটি রেলের আইডি কার্ড, একটি আধার কার্ড এবং একটি সার্টিফিকেট। অভিযোগ, তিনটে পরিচয় পত্রে তার আলাদা আলাদা নাম রয়েছে।
বাসুদেব চট্টোপাধ্যায়: বাড়িতে সরকারি চাকরি জন্য অশান্তি লেগেই থাকত। শেষে কোনও উপায় না পেয়ে, ভুয়ো টিকিট কালেক্টর বা স্টেশন মাস্টার সেজে কাজ শুরু করে যুবক। তবে শেষ রক্ষা হল না। রেল কর্মীদের জিজ্ঞাসাবাদের মুখে পড়ে ভেঙে পড়েন অভিযুক্ত। শেষে তাকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়।
জানা যায়, ওই যুবকের নাম তন্ময় কর। বাড়ি ঝাড়খণ্ডের ধানবাদে। তার কাছ থেকে তিনটি ভুয়ো পরিচয় পত্র উদ্ধার হয়েছে। একটি রেলের আইডি কার্ড, একটি আধার কার্ড এবং একটি সার্টিফিকেট। অভিযোগ, তিনটে পরিচয় পত্রে তার আলাদা আলাদা নাম রয়েছে।
রেল কর্মীদের সন্দেহ হওয়ায় তাকে নিয়ে আসানসোল স্টেশন মাস্টারের কাছে নিয়ে যাওয়া হয়। স্টেশন মাস্টারের জিজ্ঞাসাবাদের মুখে ওই যুবক ভেঙে পড়ে এবং সত্যি কথা জানায়। এরপর ওই যুবককে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। আসানসোল পুলিস ওই যুবককে আটক করেছে।