BJP নেতা Rakesh Singhকে গ্রেফতার করে, ঠিক করেছে পুলিস: Rupa Ganguly

এদিন রুপা গঙ্গোপাধ্য়ায় ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি সুনীপ দাস প্রমুখ।

Updated By: Feb 24, 2021, 06:09 PM IST
BJP নেতা Rakesh Singhকে গ্রেফতার করে, ঠিক করেছে পুলিস: Rupa Ganguly
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: 'যেখানে অন্যায় করতে দেখবে পুলিস (Police) তাঁকে গ্রেফতার করবে। পুলিস যা করেছ ঠিক করেছে।' রাকেশ সিংয়ের (Rakesh Singh) গ্রেফতার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাফ জানালেন বিজেপির রাজ্যসভার সংসদ রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly)। বুধবার দক্ষিণ ২৪ পরগনার (South 24 pargana) কুলতলী থেকে পরিবর্তন যাত্রা রথ বাসন্তীতে আসেন। যাত্রপথে ক্যানিং-এ (Canning) বক্তব্য রাখেন রূপা গঙ্গোপাধ্যায়। এরপর সভা করেন বাসন্তীর পাল বাড়িতেও। এদিন রুপা গঙ্গোপাধ্যায় উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি সুনীপ দাস প্রমুখ।

তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে সিবিআইয়ের (CBI) হানার পাল্টা হিসাবে বিজেপি নেতা রাকেশ সিং গ্রেফতার কিনা প্রশ্ন করা হয় তাঁকে। উত্তরে রূপা গঙ্গোপাধ্যায় (Rupa ganguly) বলেন, 'আমি জানি না, চিনিও না। কে এই রাকেশ সিং (Rakesh Singh)। সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল বুঝি না। যেখানে অন্যায় হবে সেখানে পুলিস গ্রেফতার করবে।'

আরও পড়ুন:  একটা নেতা হোঁদল কুতকুত ও আর একটা কিম্ভূতকিমাকার: Mamata

তিনি আরও বলেন, তৃণমূল-বিজেপি যাকে খুশি ভোট দিন। বিজেপি ক্ষমতায় আসবে। নিজের ভোট নিজে দিন। পশ্চিমবঙ্গে (West Bengal) বিজেপি আসবে। পশ্চিমবঙ্গের মানুষের সুরক্ষার দায়িত্ব বিজেপির। বাংলায় অন্যায় করতে দেওয়া হবে না। অন্যায় দেখলেই মেনে নেওয়া হবে না।'

.