প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যু রাজনীতিতে এক যুগের অবসান, স্মৃতিচারণে দিলীপ-মুকুল

কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন, প্রণব মুখোপাধ্যায় ভারতের রাজনীতিতে একটা উজ্জ্বল নাম। সেই নক্ষত্রের পতন হল আজ। আমরা মর্মান্তিক ভাবে আহত হলাম। দুঃখ পেলাম।

Updated By: Sep 1, 2020, 12:32 AM IST
প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যু রাজনীতিতে এক যুগের অবসান, স্মৃতিচারণে দিলীপ-মুকুল

নিজস্ব প্রতিবেদন: ২২ দিনের লড়াই শেষে সোমবার বিকেলে প্রয়াত হন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সমগ্র রাজনৈতিক মহলে। একেরপর এক শোকবার্তা এসেছে খবর পৌঁছতেই। অভিভাবকহীন হয়েছে রাজনৈতিক মহল, এমনটাই বলছেন সকলে। সমস্ত দল নির্বিশেষে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। 

আরও পড়ুন: প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে অভিভাবকহীন রাজনৈতিক মহল, টুইটে শোকবার্তা মমতা-মোদীর

শোকের ছায়া পদ্মশিবিরেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন দিলীপ ঘোষ, মুকুল রায়ও। স্মৃতিচারণ করতে গিয়ে দিলীপ ঘোষ বলেছেন, "ভারতীয় রাজনীতিতে খুব বড় শূন্যস্থান তৈরি হল। তিনি বটবৃক্ষের মতোই ছায়া হয়ে ছিলেন। সমস্ত পার্টি নির্বিশেষে তাঁর কাছে যেত, তিনি পরামর্শ দিতেন সকলকে। অভিভাবকের মতোই স্নেহ করতেন সকলকে। আমারও সৌভাগ্য হয়েছিল তাঁর সঙ্গে দেখা করার। তাঁর চলে যাওয়া এক যুগেরই অবসান।"

তাঁর মৃত্যুতে শোকবার্তা জানিয়ে মুকুল রায় লিখছেন, "প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করছি। এটি ভারতীয় রাজনীতিতে একটা যুগের সমাপ্তি। তাঁর পরিবার ও প্রিয়জনের প্রতি আমার গভীর সমবেদনা থাকল।" 

আরও পড়ুন: "ভূতকে ভয় পেত প্রণব" কলেজের বন্ধুর স্মৃতিচারণে বাধ ভাঙল চোখের জল

কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন, "প্রণব মুখোপাধ্যায় ভারতের রাজনীতিতে একটা উজ্জ্বল নাম। সেই নক্ষত্রের পতন হল আজ। আমরা মর্মান্তিক ভাবে আহত হলাম। দুঃখ পেলাম।"

বাম নেতা সূর্যকান্ত মিশ্র লিখছেন, "আমরা শোকাহত। তাঁর স্মৃতির উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধা এবং অভিজিৎ ও শর্মিষ্ঠা'কে আমাদের সমবেদনা জানাই। তাঁর স্মৃতিচারণা দুঃসাধ্য কাজ। মন্ত্রীসভায় সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তর থেকে রাষ্ট্রপতি ভবনে,আজীবন এ রাজ্যের মানুষের সঙ্গে সহজ কথা বলার মতো একজনই ছিলেন। গ্রামীণ ব্যাংক তাঁর বড় অবদান।"

.