Mamata Banerjee: দেবীপক্ষের সূচনাতেই শুরু উত্‍সব! আজ একাধিক পুজোর উদ্বোধনে মমতা, তালিকা জেনে নিন...

Durga Puja 2024: মহালয়া থেকে রাজ্যের একাধিক পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলায় একাধিক পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সেই তালিকায় কোন কোন ক্লাব রয়েছে।  

Updated By: Oct 2, 2024, 02:02 PM IST
Mamata Banerjee: দেবীপক্ষের সূচনাতেই শুরু উত্‍সব! আজ একাধিক পুজোর উদ্বোধনে মমতা, তালিকা জেনে নিন...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহালয়া মানেই পিতৃপক্ষের শেষ দেবী পক্ষের সূচনা। এদিন থেকেই রাজ্যের একাধিক পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলায় একাধিক পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, মহালয়ার দিন হাতিবাগান সর্বজনীন থেকে পুরোদমে পুজোর উদ্বোধন শুরু করবেন মুখ্যমন্ত্রী। চেতলা অগ্রণী, যোধপুর পার্ক হয়ে রাজ্যের নানান জেলার প্রায় ৩৫০ টিরও বেশি পুজো ভার্চুয়ালি উদ্বোধন করবেন তিনি। 

বৃহস্পতিবার ১৫ টি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। আগামীকাল উত্তর কলকাতার জনপ্রিয় ক্লাব ‘টালা প্রত্যয়’ দিয়ে পুজো উদ্বোধন কর্মসূচির সূচনা করার কথা রয়েছে মমতার। এছাড়াও তালিকায় রয়েছে কলকাতার একাধিক জনপ্রিয় ক্লাব। এর পাশাপাশি বেহালা ও দক্ষিণ কলকাতার একাধিক পুজোর উদ্বোধন করারও কথা রয়েছে।

বেহালা বরিষা, বেহালা নতুন দল, কালীঘাট মিলন সংঘ, আলিপুর সর্বজনীন, গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব সহ আগামীকাল একাধিক পুজোর উদ্বোধন হতে পারে। শুক্রবার অর্থাত্‍ দ্বিতীয়ায় আবার ত্রিধারা, ভবানীপুর শীতলা তলা, মুদিয়ালি, একডালিয়া এভারগ্রিন, বাদামতলা আষাঢ় সংঘের মতো পুজোগুলির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী। 

৫-৬ অক্টোবরও বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী। রবিবার সুরুচি সংঘ, আলিপুর বডিগার্ড লাইনসের মতো কমিটির পুজো উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী। সেদিনই মমতার পুজো উদ্বোধনী কর্মসূচি শেষ হবে বলে খবর।

আরও পড়ুন:R G Kar Protest: 'জীবনের উত্‍সব' বিয়ে! কার্ডে 'আরজি কর বিচার চায়'-এর দাবিতে সরব 'দুটি প্রাণ' শুভঙ্কর-শ্রাবন্তিকা...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.