Purba Midnapore: প্রশাসনকে কাজে লাগিয়ে সভায় লোক ভরাচ্ছে শাসকদল! অভিযোগ বিজেপি-র

বিজেপির অভিযোগ তৃণমূল প্রশাসনকে দলের কাজে ব্যবহার করছে, বিভিন্ন ব্লক প্রশাসনকে কাজে লাগিয়ে লোক টানার চেষ্টা করছে। এমনই এক উদাহরণ তুলে ধরেছে বিজেপি।

Updated By: Mar 3, 2024, 02:59 PM IST
Purba Midnapore: প্রশাসনকে কাজে লাগিয়ে সভায় লোক ভরাচ্ছে শাসকদল! অভিযোগ বিজেপি-র
নিজস্ব চিত্র

কিরণ মান্না: জেলা প্রশাসনের টার্গেট মুখ্যমন্ত্রী সভায় প্রায় ২০০০০ লোক ভরানো। প্রশাসনকে কাজে লাগিয়ে লোক ভরানোর কাজ করাচ্ছে শাসকদল। এমনটাই অভিযোগ বিজেপির। যদিও এই অভিযোগ নস্যাৎ করেছে তৃণমূল।

আগামী কাল ৪ মার্চ পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়িতে জেলা পরিষদের পার্শ্ববর্তী মাঠে প্রশাসনিক বৈঠকে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তমলুকে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে পথশ্রী তিন প্রকল্পের প্রায় দেড় হাজার রাস্তার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। বেশ কিছু স্বাস্থ্য কেন্দ্র, উপ স্বাস্থ্য কেন্দ্র, ব্রিজ উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর। প্রায় ৮০ লক্ষ মানুষ উপকৃত হবেন বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন: Bankura: ফের গন্ধেশ্বরীতে নির্মাণের অভিযোগ! নদীর গতিপথ কি রুদ্ধ হতে পারে?

বিজেপির অভিযোগ তৃণমূল প্রশাসনকে দলের কাজে ব্যবহার করছে, বিভিন্ন ব্লক প্রশাসনকে কাজে লাগিয়ে লোক টানার চেষ্টা করছে। এমনই এক উদাহরণ তুলে ধরেছে বিজেপি।

আরও পড়ুন: Hooghly: বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুটমিলে শ্রমিক অসন্তোষ, বন্ধ কাজ...

শহীদ মাতঙ্গিনী ব্লকের বিডিও-র একটি গ্রুপ রয়েছে। সেখানে বলা হয়েছে এসএইচজি গ্রুপের যে সংঘ রয়েছে সেই সংঘগুলোর সঙ্গে যোগাযোগ করে প্রত্যেকটি অঞ্চল থেকে পাঁচটি করে বাসে মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম সাকসেস করতে নিয়ে যেতে হবে। এমন ১০টি ব্লক থেকে ৪২৬টি বাসে ২১৩০০ লোককে নিয়ে যেতে হবে। এমনটাই টার্গেট বেঁধে দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে এমনটাই অভিযোগ করা হচ্ছে।

অভিযোগের ভিত্তিতে জেলা পরিষদের সভাপতি উত্তম বারিক বলেন, ‘মুখ্যমন্ত্রীর সভা হবে প্রশাসনিক ব্যবস্থাপনায়। প্রশাসনের যারা যুক্ত রয়েছেন তারা আসবেন। তারা স্বাস্থ্যকর্মী হতে পারেন, আশা কর্মী হতে পারেন, উৎসাহী কর্মী হতে পারেন। জেলা প্রশাসনের কোনও লক্ষ্যমাত্রা নেই, ভ্রান্ত অভিযোগ। মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে ৫০০০০ লোক হতে পারে, এক লাখও হতে পারে’।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.