কসবায় তৈরি হবে উত্তরবঙ্গ জেলা পরিষদের ভবন, শুভ সূচনা করলেন মন্ত্রী

খাস কলকাতা শহরের বুকে কসবা এলাকার রাজডাঙ্গাতে উত্তরবঙ্গ জেলা পরিষদের ভবন তৈরীর শুভ সুচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। শুক্রবার এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই ভবনটি তৈরির শুভ সূচনা হয়।

Updated By: Dec 15, 2017, 08:59 PM IST
কসবায় তৈরি হবে উত্তরবঙ্গ জেলা পরিষদের ভবন, শুভ সূচনা করলেন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদন: খাস কলকাতা শহরের বুকে কসবা এলাকার রাজডাঙ্গাতে উত্তরবঙ্গ জেলা পরিষদের ভবন তৈরীর শুভ সুচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। শুক্রবার এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই ভবনটি তৈরির শুভ সূচনা হয়।

উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসা সরকারি কর্মীদের কিংবা সাধারণ মানুষকে হোটেল কিংবা লজে আশ্রয় নিতে হয়। যার খরচ অনেক বেশি। সেকথা মাথায় রেখেই তৈরি কসবায় তৈরি হচ্ছে উত্তরবঙ্গ জেলা পরিষদের এই ভবন।কেএমডিএ- এর দেওয়া জায়গায় ৪ কোটি ৪ লক্ষ টাকা ব্যয়ে এই ভবন নির্মাণ কাজ শুরু হলো।

এই ভবনে মোট ২৬ টি ঘর থাকবে। উত্তর দিনাজপুর জেলার সাধারণ মানুষরা এই ভবনে এসে অনেক কম খরচে থাকতে পারবেন বলে জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। আগেই এই অঞ্চলে রায়গঞ্জ পুরসভার 'রায়গঞ্জ ভবন' তৈরী করা হয়েছিল। সেই ভবনে তিন মাস আগেই সব ঘর বুক হয়ে যেত। চাহিদা অনেকটাই বেশি তাই এবার সাধারণ মানুষদের  সুবিধা ভেবেই নতুন এই ভবন নির্মাণের সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

.