ফণি আসার আগে শিয়ালদহ শাখায় বিশেষ ট্রেনের ব্যবস্থা রেলের

 শিয়ালদহ শাখার একাধিক স্টেশনে যাত্রীদের বিক্ষোভ হয়। কোথাও কোথাও ট্রেন অবরোধও করেন ক্ষুব্ধ যাত্রীরা।

Updated By: May 3, 2019, 07:41 PM IST
ফণি আসার আগে শিয়ালদহ শাখায় বিশেষ ট্রেনের ব্যবস্থা রেলের

নিজস্ব প্রতিবেদন: মধ্যরাতের পর কলকাতায় আছড়ে পড়তে পারে ফণি। তাই তার আগে যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিতে বিশেষ ব্যবস্থা নিল রেল। বেশ কয়েকটি বিশেষ ট্রেন চালানো হল রেলের তরফে।

প্রসঙ্গত, ফণির জন্য আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল রেলের তরফে। প্রায় ৩১ জোড়া লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছিল। মূলত, ডায়মন্ড হারবার, ক্যানিং, নামখানা শাখায় বেশি ট্রেন বাতিল করা হয়েছিল। ফলে শুক্রবার বিকেল থেকে সময় যত এগিয়েছে, ততই শিয়ালদহ স্টেশনে যাত্রীদের ভিড় বাড়তে শুরু করে।

আরও পড়ুন: ঝড়ের জন্য শিয়ালদা দক্ষিণ শাখায় বাতিল একাধিক ট্রেন, বিক্ষোভ নিত্যযাত্রীদের

ফলে ট্রেন না পেয়ে শিয়ালদহ শাখার একাধিক স্টেশনে যাত্রীদের বিক্ষোভ হয়। কোথাও কোথাও ট্রেন অবরোধও করেন ক্ষুব্ধ যাত্রীরা।

এই পরিস্থিতি মোকাবিলা করতে সিদ্ধান্ত বদল করে রেল। সেই মতো শুক্রবার সন্ধ্যা থেকে কিছু স্পেশাল ট্রেন দেওয়া হয়। পর পর বিভিন্ন শাখায় শিয়ালদহ স্টেশন থেকে ছাড়ে বেশ কয়েকটি স্পেশাল ট্রেন।

আরও পড়ুন: খুলে ফেলা হল হোর্ডিং, বন্ধ হল শপিংমল, নিরাপত্তা বেষ্টনীতে কলকাতা

কেন এই সিদ্ধান্ত বদল? রেলের তরফে জানা গিয়েছে, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী মধ্যরাতের পর ফণি আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গে। সেই কারণেই সন্ধ্যার পর স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়।

পশ্চিমবঙ্গে শনিবার ফেণি তাণ্ডবলীলা চালাতে পরে বলে মনে করা হচ্ছে। তাই শনিবার ট্রেন কীভাবে চলবে, তা নিয়ে পর্যালোচনা চলছে বলে রেল সূত্রে জানা গিয়েছে।

.