রবিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে ঘাটতি

রবিবার উত্তরপূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। 

Updated By: Aug 2, 2019, 09:29 AM IST
রবিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে ঘাটতি

নিজস্ব প্রতিবেদন: রবিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্বাভাস আলিপুর আবহওয়া দফতরের।

 

রবিবার উত্তরপূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তার জেরে কলকাতা সহ দক্ষিনবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার বেলা বাড়লেই আবহাওয়ার পরিবর্তন। বিকেল থেকেই উপকূলের চার জেলায় বৃষ্টির সম্ভাবনা। এই বৃষ্টির জেরে দক্ষিনবঙ্গে বৃষ্টির ঘাটতি কমতে পারে বলে মনে করছেন আবহাওয়াবীদরা।

দক্ষিনবঙ্গে মৌসুমী অক্ষরেখা সক্রিয় ৭ অগষ্ট পর্যন্ত । মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় এলাকায় নিম্নচাপ হয়েছে। জামশেদপুর ও দিঘা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে মৌসুমী অক্ষরেখা তৈরি হয়েছে।  এর জেরে শুক্রবার পর্যন্ত দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

হুড়মুড়িয়ে নদীতে ধসে পড়ল ডায়মন্ডহারবার-কাকদ্বীপ জাতীয় সড়কের ৫০০ মিটার অংশ, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা

 কলকাতায় শুক্রবার আংশিক মেঘলা আকাশ থাকবে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  এদিন সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস।  স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি।  বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬। স্বাভাবিকের ১ডিগ্রি বেশি। আর্দ্রতার পরিমাণ ৬৪ থেকে ৯৫শতাংশ।

নিম্নচাপের কারনে সমুদ্র উত্তাল থাকবে। রবিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যাঁরা গভীর সমুদ্রে আছেন, তাঁদের শনিবার সন্ধ্যার মধ্যে উপকূলে ফিরতে নির্দেশ।

 

.