আশঙ্কার মাঝেই আশার আলো রাজ্যে, করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন ৩ আক্রান্ত

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন করোনা আক্রান্ত ৩জন। তাঁদের মধ্যে রয়েছে প্রথম আক্রান্ত আমলাপুত্র। বাড়ি ফিরলেন বালিগঞ্জের ব্যবসায়ী ও হাবড়ার তরুণীও। 

Reported By: তন্ময় প্রামাণিক | Updated By: Mar 31, 2020, 09:13 PM IST
আশঙ্কার মাঝেই আশার আলো রাজ্যে, করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন ৩ আক্রান্ত

নিজস্ব প্রতিবেদন: স্বস্তির ইঙ্গিত মিলেছিল আগেই। এবার হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন করোনা আক্রান্ত ৩জন। তাঁদের মধ্যে রয়েছে প্রথম আক্রান্ত আমলাপুত্র। বাড়ি ফিরলেন বালিগঞ্জের ব্যবসায়ী ও হাবড়ার বাসিন্দা স্কটল্যান্ডের তরুণী। এখনও ১৪ দিনের হোম কোয়ারেন্টিনেই থাকার নির্দেশ। 

স্বস্তির আভাস পাওয়া গিয়েছিল গত ২৯ মার্চই। বেলেঘাটা আইডি সূত্রে খবর, দ্বিতীয়বার  নমুনা পরীক্ষার পর আক্রান্ত ওই ৩ জনের শরীরের কোনও সংক্রমণ মেলেনি। রাজ্যে এরাই প্রথম আক্রান্ত হয়েছিলেন। দফায় দফায় নমুনা পরীক্ষার পরই নিশ্চিত হয়েছেন চিকিৎসকরা। এরপরই তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।  

তবে কাঁটা যেন থেকেই যাচ্ছে। রাজ্যে আরও তিন জনের শরীরে করোনা সংক্রমণের প্রমাণ মিলল। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা বত্রিশ বছরের এক যুবক ভাইরাসে আক্রান্ত হয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি আছেন। সেখানে পরীক্ষার পর তাঁর রিপোর্ট পজিটিভ হওয়ার ইঙ্গিত মেলে। পরে, নাইসেডও একই রিপোর্ট দেয়। ওই যুবকের মুম্বই-যোগ রয়েছে। 

টালিগঞ্জের এক মহিলা ঢাকুরিয়া আমরি হাসপাতালে ভর্তি আছেন। ৫২ বছরের ওই মহিলার দেহেও নোভেল করোনা ভাইরাসের সংক্রমণের প্রমাণ মিলেছে এসএসকেএমের পরীক্ষাগারে। সল্টলেক আমরি হাসপাতালে ভর্তি হওয়া পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তিরও করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।

.