Siliguri: রেকর্ড তুষারপাত সান্দাকফুতে! বসন্তের বরফে উল্লসিত পর্যটকদল, বন্ধ যান চলাচল...

Record Snowfall in Sandakphu: গত রাতে তুষারপাতের পরিমাণ অনেকটাই বাড়ে। তুষারপাতে যান চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। পর্যটকদের সান্দাকফু থেকে সন্ধের আগেই নামিয়ে আনা হয়েছিল। বসন্তে পাহাড়ে ঘুরতে গিয়ে বরফের দেখা মেলায় খুশি পর্যটকেরা।

Edited By: সৌমিত্র সেন | Updated By: Mar 22, 2024, 03:46 PM IST
Siliguri: রেকর্ড তুষারপাত সান্দাকফুতে! বসন্তের বরফে উল্লসিত পর্যটকদল, বন্ধ যান চলাচল...

নারায়ণ সিংহ রায়: বুধবারের পর বৃহস্পতিবারও তুষারপাত হল সান্দাকফুতে। বলা হচ্ছে, এক রকম রেকর্ড তুষারপাত সান্দাকফুতে। আর বসন্তের তুষারপাতে স্বাভাবিক ভাবেই উল্লসিত পর্যটকরা। তবে, ব্যাপক তুষারপাতের কারণে বেশ খানিকটা বিপাকেই পর্যটক-সহ এলাকাবাসীরা।

আরও পড়ুন: Pushpak: ফিরল রামায়ণের সেই গগনবিহারী 'পুষ্পক রথ'! রাবণবধের পরে সীতাকে নিয়ে এতেই ফিরেছিলেন রাম...

জানা গিয়েছে, বুধবার দিনের বিভিন্ন সময় তুষারপাত হলেও বৃহস্পতিবার থেকে তার তীব্রতা বাড়ে। গতকাল, বৃহস্পতিবার রাতে তুষারপাতের পরিমাণ অনেকটাই বাড়ে। অন্য দিকে, তুষারপাতে যান চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে, এদিন পর্যটকদের সান্দাকফু থেকে সন্ধের আগেই নামিয়ে আনা হয়েছে। ততক্ষণে রাস্তায় জমাট বেঁধেছে তুষার। বৃহস্পতিবার সন্ধে থেকেই যান চলাচল বন্ধ সান্দাকফুতে। বিদ্যুৎ পরিষেবা নেই, সমস্যা দেখা দিয়েছে পানীয় জলের।  

এদিকে, পাহাড়ে তুষারপাতের জেরে তাপমাত্রা অনেকটাই নেমেছে সমতলে। শুক্রবার শিলিগুড়ি, জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে। আকাশ মেঘলা। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন এমন আবহাওয়াই থাকবে। বৃষ্টির জেরে ফিরছে শীতের আমেজও।

সান্দাকফুর পাশাপাশি তুষারপাত শুরু হয়েছে সিকিমের জুলুক, ছাঙ্গু, নাথুলাতেও। মঙ্গলবার রাত থেকে সিকিমের বিভিন্ন এলাকায় ভারী তুষারপাত শুরু হয়েছে। বুধবার ভোর থেকে সাদা বরফে ঢাকা পড়ে সান্দাকফু। তুষারপাত হয়েছে বৃহস্পতিবার সকালেও। বসন্তে পাহাড়ে ঘুরতে গিয়ে বরফের দেখা মেলায় খুশিই পর্যটকেরা।

আরও পড়ুন: Canning: জীবনের ঝুঁকি নিয়ে কলার ভেলায় চড়ে স্কুলে যেতে হয় কচিকাঁচাদের...

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৩ মার্চ পর্যন্ত উত্তরের সর্বত্র কম-বেশি বৃষ্টি হবে। কোথাও কোথাও বজ্রপাত-সহ দমকা হাওয়া দেবে। হোলির দিন বিচ্ছিন্ন ভাবে কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে বলেও জানাচ্ছে আবহাওয়া দফতর।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.