Basanti: এবার ধস নামল রাস্তায়, নতুন করে ফাটল বেশ কয়েকটি বাড়িতে
আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ।
![Basanti: এবার ধস নামল রাস্তায়, নতুন করে ফাটল বেশ কয়েকটি বাড়িতে Basanti: এবার ধস নামল রাস্তায়, নতুন করে ফাটল বেশ কয়েকটি বাড়িতে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/10/09/349609-untitled-2021-10-09t165632.832.jpg)
নিজস্ব প্রতিবেদন: ২৯টি বাড়ি এখন নদী গর্ভে। বাসন্তীর রাধাবল্লভপুর গ্রামে এবার ধস নামল রাস্তায়। নতুন করে ফাটল দেখা গেল বেশ কয়েকটি বাড়িতেও। আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ। আপাতত নিরাপদ জায়গায় ত্রিপল টাঙিয়ে ৩০টি পরিবারের থাকা-খাওয়ার ব্য়বস্থা করেছে প্রশাসন। সরকারের কাছে ঘর তৈরি করে দেওয়ার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।
ঘটনার সূত্রপাত শুক্রবার ভোররাতে। হোগল নদীর বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকতে শুরু করে বাসন্তীর রাধাবল্লভপুর গ্রামে। এক এক করে নদীগর্ভে তলিয়ে যায় ২৯টি বাড়ি। গ্রামের বেশিরভাগ মানুষই তখন ঘুমোচ্ছিলেন। বিপদের আঁচ পেয়ে কোনওমতে বাড়ি থেকে বেরিয়ে আসেন তাঁরা। ফলে প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে, নদীর প্রবল স্রোতে কার্যত খড়কুঠোর মতো ভেসে গিয়েছে সবকিছু। কোনও কিছু আর উদ্ধার করা সম্ভব হয়নি। খোলা আকাশে নিচে এসে দাঁড়িয়েছে গোটা গ্রাম।
আরও পড়ুন: Basirhat: ধর্ষণ করে খুন! কবর থেকে তুলে নাবালিকার দেহ ফের ময়নাতদন্তে পাঠাল আদালত
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন প্রশাসন আধিকারিকরা। রাধাবল্লভপুর গ্রামে যান বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডলও। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ। তাহলে? জানা গিয়েছে, গ্রামের একমাত্র রাস্তা ও আশেপাশের বাড়িগুলি বাঁচানোর জন্য চেষ্টা করেছিল প্রশাসন। বস্তা ও ইঁট দিয়ে বাঁধ দেওয়া হয়েছিল নদীর পাড়ে। কিন্তু শেষরক্ষা হয়নি। এদিন ভোর রাতে ফের ভয়াবহ ভাঙনে কার্যত আড়াআড়ি দুই ভাগ হয়ে গিয়েছে রাস্তা। নতুন করে ফাটল ধরেছে বেশ কয়েকটি বাড়িতেও। আতঙ্কে অনেকেই ইতিমধ্যে এলাকা ছেড়েছে। যাঁরা এখনও রয়ে গিয়েছেন, তাঁদের জন্য ত্রিপল খাটিয়ে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)