Abhishek Banerjee: অভিষেকের ধমক! জলপাইগুড়িতে বাজার পরিদর্শন জেলা পরিষদের সভাধিপতির

দোমহনি বাজারের বকেয়া কাজ দেড় মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Updated By: Jul 13, 2022, 06:13 PM IST
Abhishek Banerjee: অভিষেকের ধমক! জলপাইগুড়িতে বাজার পরিদর্শন জেলা পরিষদের সভাধিপতির

প্রদ্যুৎ দাস: কাজ কেন শেষ হয়নি এখনও? ফোন করে ধমক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ির ময়নাগুড়ির দোমহনি বাজার পরিদর্শন করলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন। সঙ্গে ছিলেন সরকারি আধিকারিকরাও।

আর বেশি দেরি নেই। ২ বছর পর ২১ জুলাই ধর্মতলায় ফের তৃণমূলের শহীদ সমাবেশ। রাজ্যজুড়ে প্রচার চলছে জোরকদমে। ২০২৪-কে সামনে রেখে এবার বিশেষ নজর উত্তরবঙ্গে। মঙ্গলবার জলপাইগুড়ির ধূপগুড়িতে কর্মিসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে জনসংযোগও।

আরও পড়ুন: Canning: ক্যানিংয়ে যুব তৃণমূল সভাপতি খুনের ৭ মাস পর গ্রেফতার মূল অভিযুক্ত

শিলিগুড়ি থেকে সড়কপথে ধুপগুড়ির দিকে যাচ্ছিলেন অভিষেক। যাওয়ার পথে ময়নাগুড়ির দোমহনি বাজার কাছে আচমকাই থেমে যায় কনভয়। কেন? গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে সটান বাজারের ভিতরে ঢুকে যান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তাঁদের অভাব-অভিযোগের কথা শোনেন তিনি। 

অভিষেকের নজরে পড়ে, দোমহনি বাজারের কাজ শেষ হয়নি এখন। স্রেফ ফোন করাই নয়, বাজারে দাঁড়িয়ে জেলা পরিষদের সভাধিপতিকে রীতিমতো ধমক দেন তৃণমূল সাংসদ। দেড়মাসের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন। এমনকী, জানিয়ে দেন, তিনি নিজে এসে খবর নেবেন, কাজ কত এগোল। এরপরই এদিন সরকারি আধিকারিকদের সঙ্গে নিয়ে দোমহনি বাজার পরিদর্শন করলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.