Sagardighi Bypoll Results 2023 Live: সাগরদিঘিতে পিছিয়ে তৃণমূল, ট্রেন্ড দেখেই আবীর খেলায় মাতলেন জোট সমর্থকরা

Sagardighi Bypoll Results 2023 Live Update : পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের কাছে সাগরদিঘি একটি অ্যাসিড টেস্ট। গত একবছর যেভাবে তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠে আসছে তাতে সাগরদিঘির মানুষ কোন দিকে ঘোরে সেটা দেখার

Updated By: Mar 2, 2023, 11:38 AM IST
Sagardighi Bypoll Results 2023 Live: সাগরদিঘিতে পিছিয়ে তৃণমূল, ট্রেন্ড দেখেই আবীর খেলায় মাতলেন জোট সমর্থকরা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুতে খালি হয়ে যায় সাগরদিঘি আসনটি। মুর্শিদাবাদের এই আসনে এবার তৃণমূলের প্রেস্টিজ ফাইট। কারণ ওই আসনটিকে ৩ বার জয়ী হয়েছে শাসকদল। এবার এই আসনে ভোট দিয়েছেন ২ লাখ ৪৬ হাজার ভোটদাতা। অশান্তির কথা মাথায় রেখে মোতায়েন করা হয়েছিল ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আজ সেই উপনির্বাচনের ফলপ্রকাশ। শুরু হয়েছে ভোটগণনা। উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী দিলীপ সাহা। আর বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী হলেন বাইরন বিশ্বাস। কিছুক্ষণের মধ্যেই গণনা শুরু।

১১.১৫

সাগরদিঘি উপনির্বাচনের প্রবণতা নিয়ে দিলীপ ঘোষ বলেন, জোটের প্রার্থী জিততে পারে বলে অনেকেই বলছেন। রাজ্যে যেবাবে ভয়ের রাজনীতি চলছিল তাতে সংখ্যালঘুরা হয়তো বুঝতে পারছেন তৃণমূল অন্যদিকে নিয়ে যাচ্ছে। তাই তারা ঘুরে দাঁড়াচ্ছেন। তা যদি হয় তাহলে তৃণমূলের কপালে কষ্ট আছে।

 

১১.১২

সাগরদিঘিতে পঞ্চম রাউন্ড গণনায় বাম সমর্থিত জোট প্রার্থী বাইরন বিশ্বাস অনেকটাই এগিয়ে গিয়েছেন। ওই রাউন্ড শেষ বাইরন এগিয়ে রয়েছেন ৫০৯৩ ভোটে। তৃতীয় রাউন্ডে মার্জিন কমার পর চতুর্থ রাউন্ডে তা অনেকটাই বাড়িয়ে নেন বাইরন। ইতিমধ্যেই কংগ্রেস অফিসে আবীর খেলা শুরু হয়ে গিয়েছে।

১১.০০ 

সাগরদিঘিতে  তৃতীয়  রাউন্ডেও ১৮৮৫ ভোটে এগিয়ে জোট প্রার্থী বাইরন বিশ্বাস। দ্বিতীয় স্থানে রয়েছেন তৃণমূলের দেবাশীষ ব্যানার্জি। তৃতীয় স্থানে বিজেপি’র দিলীপ সাহা। ভোটের ট্রেন্ডে আশবাদী কংগ্রেস।

১০.০১

জোট প্রার্থী বাইরন বিশ্বাস এগিয়ে ২০৮০ ভোটে।

৯.৫১

প্রথম রাউন্ড শেষে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস পেয়েছেন ৫৪৫৯ ভোট, তৃণমূলের দেবাশীষ বন্দ্যোপাধ্য়ায় পেয়েছেন ৪৯৪৪ ভোট ও বিজেপির দিলীপ সাহা পেয়েছেন ২,১৪২ ভোট।

৯.৩০

পিছিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী দেবাশীষ বন্দ্যোপাধ্যায় ও বিজেপি প্রার্থী দিলীপ সাহা। 

 

৯.০৮ 

৫২১ ভোটে এগিয়ে জোট প্রার্থী বাইরন বিশ্বাস।

 

৯.২৬

কংগ্রেস জিতবেই। জোট এগিয়ে যেতেই বললেন প্রার্থী বাইরন বিশ্বাস।  মানুষ এবার তৃণমূলকে বুঝতে পারছে। পঞ্চাশ হাজার ভোটে জিতবে জোট।

৮.৩১

সাগরদিঘি উপ নির্বাচনের গণনা শুরু। ত্রিমুখী লড়াই কে এগিয়ে বোঝা যাবে কিছুক্ষণের মধ্যেই।

 

 

 

 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.