বালি পাচারে বাধা, বিএলআরও অফিসে হামলা পাচারকারির

বালি পাচার নিয়ে একাধিকবার প্রশাসনকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Updated By: Dec 11, 2018, 04:16 PM IST
বালি পাচারে বাধা, বিএলআরও অফিসে হামলা পাচারকারির

নিজস্ব প্রতিবেদন: বালি পাচার রুখতে গিয়ে আক্রান্ত ভূমি রাজস্ব দফতরের আধিকারিক। ঘটনাকে ঘিরে উত্তেজনা বীরভূমের নানুরে।

আরও পড়ুন: মুকুল, জয়প্রকাশদের সঙ্গেই বৈঠক করতে হবে রাজ্যকে, স্পষ্ট জানাল হাইকোর্ট

বালি পাচার নিয়ে একাধিকবার প্রশাসনকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাচারকারিদের রুখতে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বিভিন্ন জেলায় বালি খাদানে অভিযান শুরু করেছে প্রশাসন। বীরভূমে একাধিকবার বালি পাচারের খবর শিরোনামে উঠে এসেছে।

আরও পড়ুন: বাড়িতে ডেকে খুড়তুতো ভাইকে খুন, ধৃত

বালি পাচারকারি নানুরের শেখ আলম নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছিল ভূমি রাজস্ব দফতরে।  গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার বালি পাচার করার সময়ই বালি মাফিয়ার গাড়ি ধরেন বিএলআরও। অভিযোগ, তারপরই শেখ আলমের ও তার দলবল বিএলআরও অফিসে গিয়ে হামলা চালায়। অফিসে থাকা কর্মীদের মারধর করা হয় বলেও অভিযোগ। কড়া ব্যবস্থার আশ্বাস দিয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষ।

.