তারস্বরে মাইক, শিব ভক্তদের সঙ্গে পুলিসের ধস্তাধস্তি!
শ্রাবণ মাসে শিব ভক্তরা শিবের মাথায় জল ঢালতে যান। সেই রীতি মেনেই আজ সকালে পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ ব্লকের পোরোলদা গ্রামের ভক্তরা এগরার কুদি থেকে জল নিয়ে যাচ্ছিল।
কিরণ মান্না : মাইক বাজানো নিয়ে শিব ভক্তদের সঙ্গে পুলিসের ধস্তাধস্তি। তুমুল উত্তেজনা। প্রায় ২ ঘণ্টা অবরুদ্ধ রইল কাঁথি-খড়গপুর রাজ্য সড়ক। ব্যাপক যানজটে নাজেহাল হলেন যাত্রীরা। ওদিকে শিব ভক্তদের মাইক বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায় পুলিস। তাতে উত্তেজনা আরও চরমে ওঠে।
মাইক বাজিয়ে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিল একদল ভক্তের দল। তখনই পুলিসের সঙ্গে প্রথমে কথা কাটাকাটি। তারপর পুলিসের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কৌড়দা বাজরে। প্রসঙ্গত, শ্রাবণ মাসে শিব ভক্তরা শিবের মাথায় জল ঢালতে যান। সেই রীতি মেনেই আজ সকালে পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ ব্লকের পোরোলদা গ্রামের ভক্তরা এগরার কুদি থেকে জল নিয়ে যাচ্ছিল। সেই যাওয়ার সময়ই কৌড়দায় পুলিস তাদের পথ আটকায়। লাউড স্পিকারে তারস্বরে গান বাজানোয়, আটক করে থানায় নিয়ে যায়।
অভিযোগ, পুলিসকে বাধা দিতে চায় শিব ভক্তরা। তখন পুলিস তাদের ওপর লাথিচার্জ করে। এরপরই তুমুল উত্তেজনায় ফেটে পড়েন শিব ভক্তরা। এমনকি ৫০ হাজার টাকা থানায় জমা দিলে তবেই লাউড স্পিকার ছাড়া হবে, পুলিসের বিরুদ্ধে এমন অভিযোগও করেছেন শিব ভক্তরা। প্রায় ২ ঘণ্টা বেলদা-কাঁথি রাজ্যসড়ক পথ অবরোধ করে রাখেন শিব ভক্তরা। পুলিসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ভক্তরা। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।